× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সৌদি আরব সরকারের বক্তব্য বিশ্বাসযোগ্য নয়-বৃটেন

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) অক্টোবর ২২, ২০১৮, সোমবার, ১২:১০ অপরাহ্ন

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে দেয়া সৌদি আরবের বক্তব্য বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছে বৃটেন। রোববার ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডমিনিক রাব বলেছেন, সৌদি আরব ভিন্ন মতাবলম্বী সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকান্ড নিয়ে যে বক্তব্য দিচ্ছে তা বিশ্বাসযোগ্য নয়। এ অপরাধে জড়িত সব অপরাধীকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত ২রা অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনসুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন খাসোগি। তুরস্ক দাবি করে,  তাকে ওই কনসুলেটের ভিতরে হত্যা করেছে সৌদি আরব। প্রথম দিকে এ অভিযোগ অস্বীকার করে সৌদি আরব। কিন্তু শেষ পর্যন্ত তারা তাকে হত্যার অভিযোগ স্বীকার করেছে। এতে সারাবিশ্বে ক্ষোভ দেখা দিয়েছে।

বিশ্বের বৃহৎ শক্তিগুলো সৌদি আরবের কাছে সুস্পষ্ট বক্তব্য দাবি করেছে। এ বিষয়ে বৃটেনের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডমিনিক রাব বলেছেন, এখন পর্যন্ত সৌদি আরব যে বক্তব্য দিয়েছে তা বিশ্বাসযোগ্য নয়। তিনি রোববার বিবিসিকে এসব কথা বলেন। তিনি আরো বলেন, যেসব বক্তব্য সৌদি আরব দিয়েছে তাতে মারাত্মক সব প্রশ্নের সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, আমরা তুরস্কের চলমান তদন্তকে সমর্থন করি। এ হত্যায় জড়িতদের বিচার হচ্ছে এমনটা দেখতে চায় বৃটিশ সরকার।

তুরস্ক সরকার দাবি করেছে, সৌদি আরব সরকারের মদদেই জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে। তার দেহ টুকরো টুকরো করা হয়েছে। তার মৃতদেহ কোথায় ফেলা হয়েছে তা এখন তন্ন তন্ন করে খুঁজছেন তুরস্কের কর্মকর্তারা। এ ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন ডমিনিক রাব। তবে এখনই সৌদি আরবের সঙ্গে তার সরকার সম্পর্ক ছিন্ন করছে না বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, প্রতি বছর বৃটেন থেকে কোটি কোটি পাউন্ডের অস্ত্র কেনে সৌদি আরব। সে বিষয়ের দিকে ইঙ্গিত করে ডমিনিক রাব বলেন, এর সঙ্গে বৃটেনের বহু কর্মসংস্থানের বিষয় জড়িত। তার কথায়ও যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সুর প্রতিধ্বনিত হয়েছে।

 

 

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর