× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

হ্যামিলনের বাঁশিওয়ালাতেই ভরসা...

অনলাইন

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
(৫ বছর আগে) অক্টোবর ২২, ২০১৮, সোমবার, ৪:২৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে বেওয়ারিশ কুকুরের দৌরাত্মে সাধারনের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গত ১৫ দিনে  বেউয়ারিশ কুকুরের কামড়ে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১১ জন আহতের খবর জানা গেছে। সোমবার সকালে পৌরএলাকার থানাপাড়া ও বাজার এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে সাতজন আহত হয়েছে। আহতরা বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে কোন চিকিৎসা না পেয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন।

সাধারনত অক্টোবরের এই সময়টাতে কুকুরের প্রজননের সময় শুরু হয় এবং এসময় বেউয়ারিশ কুকুরগুলো সংঘবদ্ধভাবে পৌরএলাকার বাসষ্ট্যান্ড জিরোপয়েন্টে, বাজারমোড়, পুরাতন শহীদ মিনার মোড়, পৌরসভা রোডের পোষ্ট অফিস সংলগ্ন এলাকা, টিএনটি রোডের চারুবাগ মার্কেট সংলগ্ন, গার্লস স্কুল রোডের কাঠ পট্টি মোড় এলাকায় মহড়া দেয়। একেকটা দলে প্রায় ১২ থেকে ২০টি করে কুকুর সংঘবদ্ধভাবে রাস্তা দখল করে অবস্থান নেয়। ফলে এসব কুকুরের উপদ্রবে কোমলমতি স্কুল যাতায়াতকারী শিক্ষার্থীরা যেমন ভয় পাচ্ছে তেমনি অভিভাবকরাও ভয় পাচ্ছে সন্তানদের স্কুলে পাঠাতে।

বেওয়ারিশ কুকুরের দল ছাত্র-ছাত্রী, পথচারী কিংবা অটোভ্যান, সাইকেল ও মোটর সাইকেল আরোহীকে কামড়ানোর চেষ্টাও করে। এসব কুকুরের হামলায় সোমবার বেলা সাড়ে এগারটার দিকে থানা পাড়ায় ওই এলাকার সোহেল এবং বাসাইল বাজারে জাহাঙ্গীরনগর নামক এলাকার আব্দুল আজিজসহ আরো পাঁচ পথচারী আহত হয়েছেন। আহতরা বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গেলে কুকুরে কামড়ানো রোগের ভ্যাকসিন না থাকায় তাদের অন্যত্র পাঠানো হয়েছে।
এছাড়ও ১০/১২ দিন আগে উপজেলার আইসড়ায় একজন এবং কাঞ্চনপুরে তিনজন কুকুরের কামড়ে আহত হয়েছেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেফালী খাতুন বলেন, হাসপাতালে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন এবং কুকুর বন্ধ্যাকরণ পদ্ধতি বা জলাতঙ্ক রোগ প্রতিরোধক ইনজেকশন বরাদ্দ নেই। যারা দরিদ্র, তাদেরকে সমাজসেবা আধিদপ্তরের আর্থিক সহায়তায় প্রতিষেধক কিনে দেয়া হয় সামর্থবানরা নিজেরাই কিনে নেন।

বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ এ ব্যাপারে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে দীর্ঘদিন যাবত অনেক লেখালেখির পরো কুকুরের কামড়ে আহত রোগীর ইনজেকশন বরাদ্দ পাচ্ছেনা বাসাইল পৌরসভা। দেড়মাস আগে একটি টিম পৌরসভা কুকুরের জলাতঙ্ক রোগ প্রতিরোধক ইনজেকশন দিয়ে গেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রত্যুল। তবে উভয় ইনজেকশন সরবরাহের ব্যাপারে বাসাইল পৌরসভার চেষ্টা অব্যহত আছে বলে তিনি জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর