× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

এবার রাখীর বিরুদ্ধে তনুশ্রীর মামলা

বিনোদন

অনলাইন ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, সোমবার

বলি মহলে ‘# মি টু’ ঝড় যেন থামার কোন নামই নিচ্ছে না। যার হাত ধরে এই ঝড় শুরু হয়েছে তিনি বলিউডের একসময়ের তারকা অভিনেত্রী ও সাবেক ভারত সুন্দরী তনুশ্রী দত্ত। বলিউডের অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে তিনি যৌন হেনস্তার অভিযোগ করে এরই মধ্যে অনেকেরই সমর্থন পেয়েছেন। তবে কেউ কেউ তাকে আক্রমণ করতেও ছাড়েননি। আর এই তালিকায় আছেন বিটাউনের ‘বিতর্কিত নায়িকা’ রাখী সাওয়ান্ত।

নানা পাটেকারকে নিয়ে তনুশ্রীর অভিযোগের পর রাখী সাংবাদিক ডেকে বেশ ফলাও করে লম্বা এক বক্তব্য দেন। সেসময় তনুশ্রীকে মাদকাসক্ত বলেও দাবি করেন তিনি। আর রাখীর এমন মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তনুশ্রী। যেই মামলায় রাখীর কাছ থেকে ১০ কোটি রুপি দাবি করেন তিনি।

যৌন হেনস্তার অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য রাখী সাওয়ান্ত সাংবাদিকদের বলেছিলেন, ‘তনুশ্রী মাদক সেবন করে নিজের ভ্যানে পড়ে ছিল।
একাধিকবার ডাকাডাকির পরও তখন দরজা খোলেনি। গণেশ আচার্য ও নানা পাটেকার আমাকে ফোন করে ডেকে পাঠালে তাদের কথামতো আমি তনুশ্রীর পরিবর্তে আইটেম ড্যান্স করে দিই। তনুশ্রী প্রথমে কিছুটা অংশ শুট করে নিজের ভ্যানে গিয়ে দরজা বন্ধ করে রেখে দেয়। পরে আমি ওর মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসারের কাছ থেকে আসল কাহিনী জানতে পারি। তনুশ্রী ড্রাগের নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল ভ্যানে। চার ঘণ্টা পর তার সে নেশার ঘোর কাটে।’

রাখী আরও বলেন, ‘এখন বুঝতে পারছি, তনুশ্রী মূলত এই নাটক আমেরিকার গ্রিন কার্ড আর ভিসার জন্য করেছে। কানাডাতে তার বয়ফ্রেন্ড থাকে। আর সে সারা জীবনের জন্য আমেরিকায় থাকতে চায়।’
রাখীর এমন মন্তব্যের কড়া জবাব দিতেই মানহানির মামলা করেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর