× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পেপসি খেয়ে ৬০ বছর!

অনলাইন

অনলাইন ডেস্ক
(৫ বছর আগে) অক্টোবর ২২, ২০১৮, সোমবার, ৭:১৮ পূর্বাহ্ন

পিপাসা মেটাতে আমরা সবাই পানি পান করি। তবে ইংল্যান্ডের ৭৩ বছরের এক বৃদ্ধা শোনালেন ভিন্ন কথা। তিনি নাকি গত ৬০ বছর ধরে পেপসি ছাড়া অন্য কিছুই পান করেননি।
ইংল্যান্ডের সারের বাসিন্দা জ্যাকি পেজ দাবি করে বলেন, তিনি সকাল থেকেই পেপসি খাওয়া শুরু করেন। আর চার ক্যান পেপসিতেই তার পুরো দিন কেটে যায়।

সংবাদমাধ্যম ‘শেয়ারেবলি’র প্রতিবেদন অনুযায়ী, তার বয়স যখন ১৩ বছর, তখন থেকেই তিনি এই অভ্যাস চালু করেছেন। এমনকি তা আজও চলছে।
এর ফলে কিন্তু বিন্দু পরিমাণ অসুস্থ তিনি হননি। জ্যাকি বলেন, তিনি যথেষ্ট সুস্থ ও স্লিমই আছেন। ওজনও নাকি তেমন একটা বাড়েনি। তবে তিনি পেপসি-আসক্ত নন বলেই মনে করেন।

তার ভাষ্য মতে, ‘আমি এটাকে আসক্তি বলব না।
তবে আমি আবার বোতল থেকে পেপসি খেতে ভালবাসি না। ক্যান থেকে সরাসরি পেপসি খাই আমি। আর সেটা অবশ্যই ঠান্ডা হতে হবে।’
হিসেব কষে তিনি বলেন, এযাবৎ কালে ৯৩,৪৪০ ক্যান পেপসি খেয়েছেন তিনি। অর্থাৎ ৩০০০ কেজি শর্করা তিনি পেপসি থেকেই শরীরে প্রবেশ করিয়েছেন।

জ্যাকি আরও জানান, ‘চা কিংবা কফি খেতে একদম ভাল লাগে না। আর পানি তো ছুঁয়ে দেখিনি গত ছয় দশকে। আমি কখনও জল খাইনি এই ৬০ বছরে। আমি যদি মরেও যাই, তা হলেও খাব না।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর