× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) অক্টোবর ২৩, ২০১৮, মঙ্গলবার, ৮:৪৭ পূর্বাহ্ন

ঢাকায় বসবাসরত চট্টগ্রাম অঞ্চল তথা মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের সংগঠন ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম অঞ্চলের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ৩২ তোপখানা রোডস্থ-চট্টগ্রাম ভবনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ দিদারুল আলমের সভাপতিত্বে সভায় সাবেক সভাপতি  অবসরপ্রাপ্ত এডিশনাল আইজিপি মো. নূরুল আলম, সাবেক নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক, ইঞ্জিনিয়ার সিদ্দিক আহমদ, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক, সাংবাদিক নিজাম উদ্দিন আহমদ, ফরিদুল হক, চট্টগ্রাম সমিতি-ঢাকার উপদেষ্টা পরিষদের সদস্য মারুফ শাহ চৌধুরী, কল্যাণী ঘোষ, ফয়জুল মতিন, আনিস কাদেরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মিজানুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন। সংগঠনের ঐতিহ্য অনুযায়ী মেজবান আয়োজন বিষয়ে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক ও বায়রার সাবেক সভাপতি আলী হায়দার চৌধুরী। সভায় আর্থিক বিবরণী পেশ করেন অর্থ সম্পাদক যিশু কুমার বড়–য়া। সাধারণ সম্পাদকের বক্তব্য পেশ করেন দৈনিক আজাদীর ঢাকা ব্যুরো প্রধান এম. ওয়াহিদ উল্লাহ। সভাপতির ভাষণে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ঐতিহ্যবাহী এ সংগঠনকে শক্তিশালী করার এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সদস্যগণ পুনর্মিলনীতে সপরিবার অংশগ্রহণ করেন।
 
ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম অঞ্চল এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনীতে সংগঠনের নেতৃবৃন্দ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর