× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার , ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

ম্যানইউ-জুভেন্টাস দ্বৈরথে স্পটলাইটে রোনালদো

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর একবারই ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তন হয় ক্রিস্টিয়ানো রোনালদোর। এবার জুভেন্টাসের জার্সিতে সাবেক ক্লাবের মুখোমুখি হচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ম্যাচে আজ জুভিদের আতিথ্য দেবে রেড ডেভিলরা। আর রাত ১টার হাইভোল্টেজ ম্যাচে স্পটলাইটে রোনালদো। পাঁচ বছর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ওল্ড ট্রাফোর্ডে মধুর প্রত্যাবর্তন হয় তার। চ্যাম্পিয়ন্স লীগের ২০১২-১৩ মৌসুমে শেষ ষোলো রাউন্ডের দ্বিতীয় লেগে (২-১) জয়সূচক গোল করেন সিআর সেভেন। সান্টিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলে ড্র হওয়া প্রথম লেগেও গোল পান রোনালদো। আর দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় ম্যানইউ।
সেটি ছিল ম্যানইউর কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ী মৌসুম। তখন রিয়ালের কোচ ছিলেন বর্তমানে ম্যানইউর ডাগআউট সামলানো হোসে মরিনহো। স্মৃতিচারণা করে মরিনহো বলেন, ‘রোনালদো এখনো শীর্ষ পর্যায়ের খেলোয়াড়। সে এখানে আসতে পছন্দ করে, যেমনটি করেছিল রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায়। নতুন ক্লাবের হয়েও সেরাটা দিতেই আসবে।’ সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন রোনালদো। যুক্তরাষ্ট্রের সাবেক মডেল ক্যাথরিন মায়োরগাকে ধর্ষণের অভিযোগে রোনালদোর বিরুদ্ধে তদন্ত চলছে। প্রথম থেকেই এসব অস্বীকার করে আসছেন তিনি। তবে মাঠের পারফরম্যান্সে সেই প্রভাব পড়েনি। দারুণ ফর্মে থেকেই ওল্ড ট্রাফোর্ডে পা রাখছেন রোনালদো। সিরি আ’তে সবশেষ ম্যাচে জেনোয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করলেও অনন্য মাইলফলক স্পর্শ করেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে প্রথম ফুটবলার হিসেবে ৪০০ গোলের রেকর্ড গড়েন রোনালদো। আর চ্যাম্পিয়ন্স লীগে এক ম্যাচের বিরতিতে ফিরছেন। ভ্যালেন্সিয়ার মাঠে প্রথম ম্যাচ দিয়ে স্পেনে প্রত্যাবর্তনে লাল কার্ড দেখেন রোনালদো। ‘এইচ’ গ্রুপে দুই ম্যাচই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। দুই ম্যাচে ১ জয় ১ ড্রয়ে ৪ পয়েন্টে দ্বিতীয় স্থানে ম্যানইউ। নিজ মাঠে আজকের ম্যাচে শীর্ষে ওঠার সুযোগ রেড ডেভিলদের। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভ্যালেন্সিয়া। দুই ম্যাচেই হার দেখে ইয়াং বয়েজ। আজ রাতে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ইয়াং বয়েজ ও ভ্যালেন্সিয়া। প্রিমিয়ার লীগে সবশেষ ম্যাচে সাবেক ক্লাব চেলসির মাঠে শেষ মিনিটের গোলে ২-২ গোলে ড্র দেখেন মরিনহো। ৯ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট (৪ জয়, ২ ড্র, ৩ হার) নিয়ে দশম অবস্থানে রেড ডেভিলরা। অন্যদিকে, সিরি আ’তে টানা ৮ ম্যাচ জয়ের পর পয়েন্ট খোয়ায় জুভেন্টাস। এর জন্য ম্যানইউকে দোষারোপ করেন জুভিদের কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি! তিনি বলেন, ‘জেনোয়ার বিপক্ষে মনোযোগ হারানোয় গোল হজম করতে হয়। খেলোয়াড়দের মাথায় ছিল ম্যানইউ ম্যাচ। এই ড্রয়ে আমাদের টনক নড়েছে।’ গোড়ালির ইনজুরির কারণে ব্রাজিলিয়ান উইঙ্গার ডগলাস কস্তাকে পাচ্ছেন না আলেগ্রি। অন্যদিকে, ম্যানইউর লেফটব্যাক লুক শ ও মিডফিল্ডার নিমাঞ্জ মাটিচের খেলা নিয়ে রয়েছে সংশয়। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন উইঙ্গার জেসে লিনগার্ড। প্রতিযোগিতামূলক ম্যাচে ১২ দেখায় ম্যানইউ ও জুভেন্টাস দুই দলই পাঁচ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে। দুই ম্যাচ ড্র হয়। ১৫ বছর আগে দুই দলের সবশেষ সাক্ষাৎ হয়। চ্যাম্পিয়ন্স লীগে ২০০২-০৩ মৌসুমের দ্বিতীয় গ্রুপ পর্বের দুই লেগেই জয় পায় ম্যানইউ। নিজ মাঠে ২-১ গোলে জয়ের পর তুরিনে ৩-০ গোলে জেতে ইংলিশ জায়ান্টরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর