× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

এল ক্লাসিকোর আগেই ছাঁটাই রিয়াল কোচ!

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেগেতির পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ‘এল ক্লাসিকো’ ম্যাচের আগেই বরখাস্ত হতে পারেন তিনি। টানা তিন ম্যাচ হেরে কোণঠাসা লোপেতেগির রিয়াল। আজ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনকে মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়নরা। সান্টিয়াগো বার্নাব্যুতে রাত ১টায় খেলা শুরু হবে। এর পরের ম্যাচেই বার্সার মাঠে যাবে লস ব্লাঙ্কসরা। ন্যু ক্যাম্পে আগামী ২৮শে অক্টোবর লা লিগা মৌসুমের প্রথম এল ক্লাসিকো মাঠে গড়াবে। গত জুনে রিয়ালের কোচ হিসেবে জিনেদিন জিদানের স্থলাভিষিক্ত হন স্প্যানিয়ার্ড কোচ লোপেতেগি।
তার অধীনে ১২ ম্যাচের মধ্যে পাঁচটিতেই হার দেখে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। মৌসুমের শুরুটা হয় ইউয়েফা সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-২ গোলের হারের লজ্জা দিয়ে। রিয়ালের সঙ্গে কোচের চুক্তি করার জেরেই রাশিয়া বিশ্বকাপের আগে স্পেনের কোচের পদ থেকে বরখাস্ত হন লোপেতেগি। সবশেষ আন্তর্জাতিক ফুটবল বিরতির পর প্রথম ম্যাচে নিজ মাঠেই লেভান্তের বিপক্ষে ২-১ গোলে হারে লোপেতেগির শিষ্যরা। এই ম্যাচ দিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে রেকর্ড টানা ৪৮১ মিনিট গোলখরার ভোগান্তির রেকর্ড গড়ে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন (৪ হার, ১ ড্র) গ্যালাকটিকোরা। চ্যাম্পিয়ন্স লীগে রোমার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর সিএসকেএ মস্কোর মাঠে ১-০ ব্যবধানে হারের তিক্ত স্বাদ নেয় রিয়াল। ‘জি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টানা তিনবারের চ্যাম্পিয়নরা। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিএসকেএ মস্কো। রিয়ালের সমান ৩ পয়েন্টে তৃতীয় স্থানে রোমা। আন্তর্জাতিক বিরতির আগে সিএসকেএ মস্কোর পর দেপোর্তিভো আলাভেসের বিপক্ষেও ১-০ গোলে হারে রিয়াল। তার আগে লা লিগায় সেভিয়ার মাঠে ৩-০ ও বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্রয়ের হতাশায় পুড়তে হয়। আর স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, আন্তর্জাতিক বিরতির পর এল ক্লাসিকোসহ তিন ম্যাচের পারফরমেন্সের ওপর লোপেতেগির ভাগ্য নির্ভর করবে। লেভান্তের বিপক্ষে প্রথম পরীক্ষাতেই ব্যর্থতার বৃত্তে লোপেতেগি। শোনা যাচ্ছে, রিয়ালের পছন্দের তালিকায় রয়েছেন ‘বি’ দলের কোচ সান্টিয়াগো সোলারি, ক্লাবের সাবেক তারকা মিডফিল্ডার গুটি। নিজেদের লা লিগা ইতিহাসে ১৭ বছরে সবচেয়ে বাজে শুরু করা রিয়ালের অবস্থান ৭ নম্বরে। ৯ ম্যাচে ৪ জয়, ২ ড্র ও ৩ হারে পয়েন্ট ১৪।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর