× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিদায়ী ম্যাচে ‘সেঞ্চুরির’ অপেক্ষায় হেরাথ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

১৯ বছর আগে শ্রীলঙ্কার গলে টেস্ট অভিষেক হয়েছিল রঙ্গনা হেরাথের। এবার সেই গলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন লঙ্কান এ সফল স্পিনার। ইংল্যান্ড-শ্রীলঙ্কার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আগামী ৬ই নভেম্বর গলে শুরু হবে। ঘরের মাঠে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ থাকলেও কেবল প্রথম ম্যাচ খেলেই অবসরে যাওয়ার কথা নির্বাচকদের জানিয়েছেন হেরাথ। নিজের বিদায়ী ম্যাচে অসাধারণ এক মাইলফলকের সামনে তিনি। গল স্টেডিয়ামে এ পর্যন্ত ৯৯টি উইকেট সংগ্রহ করেছেন হেরাথ। এই মাঠে আর একটি উইকেট পেলে স্বদেশি কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের ১০০ উইকেটের মাইলফলকের কীর্তি ছুঁবেন বাঁহাতি এ স্পিনার। শ্রীলঙ্কার জার্সি গায়ে ৯২ টেস্টে তার ঝুলিতে রয়েছে ৪৩০ উইকেট।
টেস্টে তার ক্যারিয়ার সেরা বোলিং ৯/১২৭। মুত্তিয়া মুরালিধরনের পর টেস্টে শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি হেরাথ। ৮০০ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন মুরালিধরন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর