× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

চট্টগ্রাম রেডিসন ব্লুতে বসছে বিয়ে মেলা

বাংলারজমিন

চট্টগ্রাম প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, বুধবার

বাঙালির বিয়ের সাজ-পোশাক, আনন্দ উদযাপনের রকমারি উপকরণ আর মজার মজার সব প্যাকেজ নিয়ে মেলার আয়োজন করেছে বন্দর নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ। আর সেই মেলার নামকরণ করা হয়েছে বিয়ে মেলা। আগামীকাল বৃহসপতিবার থেকে তিনদিন ধরে হবে এই মেলা। দ্য গ্র্যান্ড ওয়েডিং এক্সপো-২০১৮ শীর্ষক-এ মেলার উদ্বোধন করবেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার সন্ধ্যায় এমনটাই জানালেন চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউর ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান।
তিনি জানান, ভায়োলেট ইনকরপোরেশন নামে একটি প্রতিষ্ঠান এই বিয়ে মেলার সার্বিক তত্ত্বাবধানে আছে। মেলা চলবে ২৭শে অক্টোবর পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামের সেরা ওয়েডিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিমধ্যে ৫৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করেছে।
তিনি আরো জানান, মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। সমাপনী দিনে থাকবে গালা নাইট। এতে থাকবে বিখ্যাত কোরিওগ্রাফার লুনা ও তার মডেলদের ব্রাইডাল ফ্যাশন শো এবং সংগীতানুষ্ঠান। আখতারুজ্জামান বলেন, এক সময় বরের গাড়ি সাজানো থেকে রান্নাবান্না পর্যন্ত সব নিজেদের করতে হতো। এখন ওয়েডিং ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। এর ফলে বর-কনের পরিবার কিছুটা স্বস্তি পাচ্ছেন। আশা করি এবারের ওয়েডিং এক্সপো আগের দুই বছরের চেয়ে আরো বেশি জাঁকজমকপূর্ণ হবে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর