× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রাবি’র ভর্তি পরীক্ষায় জালিয়াতি আটক ১

বাংলারজমিন

রাবি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, বুধবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অন্যথায় ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন এ দণ্ডাদেশ প্রদান করেন। আটককৃতকে কারাগারে প্রেরণ করা হয়েছে।   
আটককৃত মুনসুর রহমান রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সে রাবির ইতিহাস বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলো।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে ব্যবসায় অনুষদভুক্ত ‘বি-২’ গ্রুপের পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ৪২৫ নম্বর কক্ষে আসল ভর্তীচ্ছু আল-আমিনের হয়ে প্রক্সি দিচ্ছিল মুনসুর। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হল পরিদর্শন করেন। এ সময় ৪২৫ নম্বর কক্ষের মুনসুরের গতিবিধি সন্দেহ হওয়ায় তিনি তার কাগজপত্র যাচাই করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রনী খাতুন তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে তার জালিয়াতির বিষয়টি ধরা পড়লে  তাকে এ দণ্ড প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান বলেন, ‘পরীক্ষার হল পরিদর্শনের সময় মুনসুরকে দেখে সন্দেহ হলে হল পরিদর্শক ও আমি তার কাগজপত্র দেখি। পরে ভ্রাম্যমাণ আদালতে খবর দিলে তারা এসে তাকে আটক করেন।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর