× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কয়রা পাউবোর বেড়িবাঁধ নদীগর্ভে

বাংলারজমিন

কয়রা (খুলনা) প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, বুধবার

পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/২ পোল্ডারের কয়রা উপজেলা সদরের মদিনাবাদ লঞ্চঘাটে পাউবোর বেড়িবাঁধের ৪শ’ মিটার কপোতাক্ষ নদীগর্ভে বিলীন হয়েছে। এর আগে ওই এলাকার বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়ে নদীতে বিলীন হওয়ার উপক্রম হলে কোনো ব্যবস্থা না নেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
কয়রা সদর ইউপি চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম বলেন, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকবাসীকে সঙ্গে নিয়ে বেড়িবাঁধ রক্ষায় কাজ করা হচ্ছে। তবে, জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে গোটা এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হতে হবে এতে কোনো সন্দেহ নেই। তিনি আরো বলেন, শুধু লঞ্চঘাটের ওই অংশ নয় এক কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। তড়িৎ গতিতে ভাঙনরোধে কার্যকরি ব্যবস্থা না নিলে আবারো আইলার মতো ওই এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। মদিনাবাদ লঞ্চঘাট এলাকার বেড়িবাঁধ ভেঙে গেলে কয়রা সদরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হবে। সরজমিন গিয়ে দেখা গেছে, মদিনাবাদ লঞ্চঘাট বেড়িবাঁধে ভয়াবহ ভাঙনের ঝুঁকিতে রয়েছে। সোমবার রাতে হঠাৎ লঞ্চঘাট সংলগ্ন পাউবোর বেড়িবাঁধের সিংহভাগ কপোতাক্ষ নদে বিলীন হয়ে যায়।
ভয়াবহ ভাঙনের কারণে স্থানীয় এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।
পাউবোর আমাদী সেকশন কর্মকর্তা মশিউল আলম বলেন, মদিনাবাদ লঞ্চঘাটের ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙনরোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য পাউবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তড়িৎ গতিতে কাজ করা হবে বলে তিনি জানান। কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা বলেন, স্থানীয়দের নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ভাঙনরোধে কাজ করা হচ্ছে। ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে পাউবো কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে বলে তিনি জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর