× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্যাডমিন্টনের দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৪ অক্টোবর ২০১৮, বুধবার

পর পর দুটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন আসরের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ১১-১৬ই ডিসেম্বর ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ এবং ১৮-২৩শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। শহীদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট দুটির জন্য সিনিয়র বিভাগে ১২ জন পুরুষ ও মহিলা শাটলার এবং জুনিয়র বিভাগে ১২ জন বালক ও বালিকা বাছাই করেছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। জাতীয় র‌্যাঙ্কিংভুক্ত সিনিয়র প্রথম আটজন পুরুষ এবং চারজন মহিলা শাটলার হলেন- গৌরভ সিংহ, মাঙ্গাল সিংহ, শুভ খন্দকার, তুষার কৃষ্ণ রায়, জুমার আল-আমিন, আরিফুল ইসলাম তুহিন, আহসান হাবিব পরশ, সিবগাত উল্লাহ, এলিনা সুলতানা, শাপলা আক্তার, বৃষ্টি খাতুন, রেহানা খাতুন। জাতীয় র‌্যাঙ্কিংভুক্ত জুনিয়র প্রথম আটজন বালক (অনূর্ধ্ব-১৫ থেকে ৪ জন ও অনূর্ধ্ব-১৮ থেকে ৪ জন) এবং চারজন বালিকা (অনূর্ধ্ব-১৮ থেকে) হলেন- লোকমান, হানিফ, রাজেশ, নাঈম, সিবগাত উল্লাহ, মাঙ্গাল সিংহ, গৌরভ সিংহ, সোয়াদ, উর্মি, রেশমা, প্রিয়া, ক্যামেলিয়া। ১লা নভেম্বর থেকে মালয়েশিয়ান কোচ আরভিন্দ ভার্মা জেভা নানথানের অধীনে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে এবং প্রশিক্ষণ ক্যাম্পটি দু’টি আন্তর্জাতিক প্রতিযোগিতাসহ নেপালে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান (এসএ) গেমস পর্যন্ত চলবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর