× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

রোহিতের বিশ্বরেকর্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০১৮, বুধবার

শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে নতুন এক রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ভারতীয় এই ওপেনার রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ১৫২ রানের অপরাজিত এক ইনিংস। এ নিয়ে ষষ্ঠ বারের মতো ওয়ানডেতে দেড়শ’ বা তার উপরে রান করলেন রোহিত। যা ওয়ানডেতে বিশ্বরেকর্ড। এতোদিন ৫টি করে দেড়শ’ বা তার বেশি রানের ইনিংস ছিল শচীন টেন্ডুলকার, ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মার। দু’জনকে পেছনে ফেলে রোহিত এখন সবার উপরে। ৪টি করে দেড়শ’ ছাড়ানো ইনিংস আছে ক্রিস গেইল, সনাথ জয়সুরিয়া ও হাশিম আমলার। রোববার গোহাটিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩২২ রান করেছিল ক্যারিবীয়রা।
এই রান ৪২.১ ওভারেই টপকে যায় ভারত। শচীনকে পেছনে ফেলার দিনে ১১৭ বলে অপরাজিত ১৫২ রান করেন রোহিত। তার ইনিংস ১৫টি চারের সঙ্গে ছিল ৮টি ছক্কা। আন্তর্জাতিক ক্যারিয়ারে এদিন ২০তম সেঞ্চুরির দেখা পান রোহিত। পাশাপাশি তার ফিফটির সংখ্যা ৩৬টি। ২০১৩ সালের নভেম্বরে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। যা তার প্রথম দেড়শ’ রানের ইনিংস। এরপর ২০১৪ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ করেন এই ওপেনার। যা এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি রানের ইনিংস। ২০১৫ সালের অক্টোবরে কানপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫০ রান করেন রোহিত। যা তার তৃতীয় দেড়শ’ রানের ইনিংস। ২০১৬ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২০১৭ সালের ডিসেম্বরে মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে হাঁকান ডবল সেঞ্চুরি। সেবার অপরাজিত থাকেন ২০৮ রানে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর