× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসিবিহীন বার্সার পরীক্ষা আজ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০১৮, বুধবার

দুই ম্যাচে ৫ গোল করে দুর্দান্তভাবে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা মিশন শুরু করেন লিওনেল মেসি। আজ অধিনায়ককে ছাড়াই ইন্টার মিলানের বিপক্ষে পরীক্ষা দিতে হবে বার্সেলোনাকে। ন্যু ক্যাম্পে রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। গত রোববার লা লিগায় সেভিয়ার বিপক্ষে হাতের ফ্র্যাকচার নিয়ে মাঠ ছাড়েন মেসি। আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’ ম্যাচ থেকেও ছিটকে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে কোচ আরনেস্তো ভালভার্দের ভরসা সুয়ারেজ-ডেম্বেলে-কুটিনহোরা। টানা দুই জয়ে বার্সা ও টটেনহ্যামের সমান ৬ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে কাতালানরা।
দুইদলের সামনে শেষ ষোলো রাউন্ডে এগিয়ে যাওয়ার সুযোগ। ইনজুরির কারণে মিডফিল্ডার রাদজা নাইনগোলানকে মিস করবেন ইন্টার কোচ লুসিয়ানো স্প্যালেত্তি। ‘বি’ গ্রুপের অপর ম্যাচে আজ পিএসভি আইনদোভেনের মাঠে নামবে টটেনহ্যাম। এখনো পয়েন্টের দেখা পায়নি দুইদল। মেসির হ্যাটট্রিকে পিএসভি’র বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর টটেনহ্যামের মাঠ থেকে ৪-২ গোলের জয় নিয়ে ফেরে বার্সা। টটেনহ্যাম ও পিএসভিকে একই ব্যবধানে (২-১) হারায় ইন্টার। এবার ৬ মৌসুম পর চ্যাম্পিয়ন্স লীগের টিকিট কাটে ইতালির ক্লাবটি। আর ইন্টারের কাছে হেরেই ২০০৯-১০ মৌসুমের সেমিফাইনাল থেকে বিদায় নেয় বার্সা। প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই ছিল দুইদলের শেষ সাক্ষাৎ। সব মিলিয়ে ৬ বারের দেখায় ৩ ম্যাচে বার্সা ও এক ম্যাচে জয় কুড়ায় ইন্টার। দুই ম্যাচ ড্র হয়। বার্সার তিনটি জয়ই আসে ন্যু ক্যাম্পে। ৮ বছর আগের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হার দেখে স্প্যানিশ জায়ান্টরা। ইতালিতে প্রথম লেগে ৩-১ হারের পর নিজ মাঠে ১-০ গোলে জয় পায় বার্সা। স্পেনের মাটিতে ওটাই ছিল ইন্টারের শেষ ম্যাচ। সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে শিরোপা জেতে হোসে মরিনহোর ইন্টার। চ্যাম্পিয়ন্স লীগে নিজ মাঠে টানা ২৭ ম্যাচ (২৫ জয়, ২ ড্র) অপরাজিত বার্সা। গত পাঁচ আসরে ন্যু ক্যাম্পে গ্রুপ পর্বের সব ম্যাচেই জয় পায় কাতালানরা। আর ইতালিয়ান ক্লাবের বিপক্ষে ঘরের মাঠে টানা ১৩ ম্যাচ (১০ জয়, ৩ ড্র) অপরাজিত বার্সা। সবশেষ ২০০২-০৩ মৌসুমের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জুভেন্টাসের কাছে ২-১ গোলে হার দেখে বার্সা। বার্সার মুখোমুখি হওয়ার আগে সবশেষ ম্যাচে ‘মিলান ডার্বি’তে এসি মিলানের বিপক্ষে ১-০ গোলের রোমাঞ্চকর জয় পায় ইন্টার। ইনজুরি সময়ে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। আর মেসির ইনজুরিতে পড়ার ম্যাচে সেভিয়াকে ৪-২ গোলে হারায় বার্সা। ২৬ মিনিটে মাঠ ছাড়ার আগে নিজে এক গোল করার পাশাপাশি ফিলিপ্পে কুটিনহোকে দিয়ে আরেকটি গোল করান মেসি।
লিভারপুলের বেলগ্রেড চ্যালেঞ্জ পিএসসি’র সামনে নাপোলি
‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় লিভারপুল ও প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) পেছনে ফেলে শীর্ষে নাপোলি। আজ প্যারিসে নেইমার-এমবাপ্পের পিএসজি’র মুখোমুখি হবে ইতালির ক্লাবটি। ভিন্ন ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলকে চ্যালেঞ্জ জানাবে রেডস্টার বেলগ্রেড। অল রেডদের বিপক্ষে দুইবারের সাক্ষাতেই জয়ের স্মৃতি সার্বিয়ান ক্লাবটির। ১৯৭৩-৭৪ মৌসুমে ইউরোপিয়ান কাপের (বর্তমান চ্যাম্পিয়ন্স লীগ) দ্বিতীয় রাউন্ডে লিভারপুলকে দুই লেগেই ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বেলগ্রেড। অন্যদিকে, নাপোলির বিপক্ষে এক ম্যাচে জয় ও এক ম্যাচ ড্র করে পিএসজি। ১৯৯২-৯৩ মৌসুমের ইউয়েফা কাপের (বর্তমান ইউরোপা লীগ) দ্বিতীয় রাউন্ডে নাপোলির মাঠে ২-০ গোলে জয় কুড়ায় পিএসজি। আর প্যারিসে গোলশূন্য ড্রয়ে শেষ হয়ে ফিরতি লেগের খেলা। আজকের দুই ম্যাচ দিয়ে শীর্ষস্থানে আসতে পারে পরিবর্তন। লিভারপুলের কাছে শেষ মুহূর্তে ৩-২ গোলের হারের পর বেলগ্রেডকে ৬-১ গোলে বিধ্বস্ত করে পিএসজি। নিজেদের প্রথম ম্যাচে নাপোলির সঙ্গে গোলশূন্য ড্র করে বেলগ্রেড। আর নিজ মাঠে লিভারপুলের বিপক্ষে ৯০ মিনিটের গোলে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে নাপোলি। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নাপোলির। লিভারপুল ও পিএসজি’র সমান ৩ পয়েন্ট।
মুখোমুখি ডর্টমুন্ড-অ্যাটলেটিকো
গ্রুপ পর্বের ম্যাচে উত্তেজনা ছড়াবে স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ড ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচও। রাত ১টায় খেলা শুরু হবে। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে মোনাকোকে আতিথ্য দেবে বেলজিয়ামের ক্লাব ব্রুজ। টানা দুই জয়ে ডর্টমুন্ড ও অ্যাটলেটিকোর পয়েন্ট সমান ৬। প্রতিযোগিতামূলক ম্যাচে চারবারের দেখায় দুই ম্যাচে ডর্টমুন্ড ও ১ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো। অন্য ম্যাচ ড্র। সবশেষ ১৯৯৬-৯৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে মুখোমুখি হয় দুইদল। আর দুইদলই অ্যাওয়ে ম্যাচে জয় নিয়ে ফেরে। স্পেনে গিয়ে ১-০ গোলে ডর্টমুন্ড ও জার্মানিতে ২-১ ব্যবধানে জয় কুড়ায় অ্যাটলেটিকো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর