× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মুক্তিযোদ্ধা হরেন্দ্র দাসের আকুতি...

বাংলারজমিন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, বুধবার

শক্তি, মনোবল আর দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ১৯৭১-এ অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন তিনি। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে পাল্টা আক্রমণের মুখেও পড়েছিলেন। পাক বাহিনীর মার্টারশেলের আঘাত থেকেও প্রাণে বাঁচেন। দেশ স্বাধীনের পর সিলেটে অস্ত্র জমা দিয়ে ফেরেন বাড়িতে। মার্টারশেলের আঘাত থেকে বেঁচে যাওয়া সেই প্রাণকে আর বাঁচাতে পারছেন না মুক্তিযোদ্ধা শ্রী হরেন্দ্র দাস (৬৫)। একেতো বয়সের ভার, তার উপর শরীরে নানা রোগ। এরিই মধ্যে গত ৭ই অক্টোবর গভীর রাতে স্ট্রোক করেন তিনি। সেই স্ট্রোকে তার বাম হাত ও পা নিস্তেজ হয়ে যায়।
কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের রংগীরকুল গ্রামে জাতীর এই শ্রেষ্ট সন্তানের বাড়ি।

সরজমিন সোমবার সকালে বাড়িতে গেলে দেখা যায়, হরেন্দ্র দাস ঘরের বাইরে একটি চেয়ারে বসে আছেন। পাশে বসে একমাত্র সন্তান (মেয়ে) গীতা দাস বাবার পায়ে ঔষধ লাগাচ্ছেন। গীতা জানান, গত ৭ই অক্টোবর রাত ২টার দিকে হঠাৎ স্ট্রোক করেন তিনি। ওই রাতেই তাকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। প্রায় ১২ দিন চিকিৎসার পর ২০শে অক্টোবর রাতে বাড়িতে নিয়ে আসেন। ডাক্তার বলছেন আরো কিছুদিন থাকতে। কিন্তু টাকার অভাবে হাসপাতালে আর থাকা হয়নি। বিভিন্ন জনের কাছ থেকে ধার করে টাকা নিয়ে হাসপাতালের বিল পরিশোধ করেছেন।

জানা যায়, রংগীরকুল গ্রামের মৃত অষ্টিনী দাসের কনিষ্ঠ ছেলে মুক্তিযোদ্ধা শ্রী হরেন্দ্র দাস ঠেলা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সরকারি খাস তিন শতক ভূমির উপর বাঁশ বেতা দিয়ে একটি ঘর বানিয়ে থাকেন। মুক্তিযোদ্ধা ভাতা হিসাবে যে টাকা পান, সেটা দিয়ে একটু একটু করে একটি ঘর তৈরি করার চেষ্টা করছেন। ঘরের পাশে বিদ্যুৎ লাইনের ব্যবস্থা থাকলেও টাকার অভাবে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না। ঠেলা চালিয়ে দিন মজুরি করে কোনরকমে পরিবার-পরিজন নিয়ে খেয়ে বেঁচে আছেন। বয়সের ভার আর নানা অসুস্থতার কারনে বেশ কিছুদিন থেকে ঠেলা চালাতেও কষ্ট হয় তার। এখন আবার হাত-পা অবশ। কি দিয়ে স্বামীর চিকিৎসা হবে আর কীভাবে খেয়ে বাঁচবেন, সেই চিন্তায় নির্বাক হয়ে ঘরের বারান্দায় বসে আছেন স্ত্রী।

একটু একটু কথা বলতে পারছেন হরেন্দ্র দাস। দু’চোখ দিয়ে পানি ঝরছে। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ৭১-এ যুদ্ধ করেছেন দেশের জন্য আর এখন যুদ্ধ করছেন বেঁচে থাকার জন্য। ঠেলা চালিয়ে কটা ভাত জুটতো, কিন্তু ভালো কোনো কিছু খাবার বা কেনার সুযোগ থাকতো না। এখনতো আর কোনটিই নাই বলেই হাউমাউ করে কেঁদে উঠেন।

মুক্তিযোদ্ধা হরেন্দ্র দাসের করুণ এই আকুতি কি স্বাধীনতার পক্ষের শক্তি মহাজোট সরকারের নজরে পড়বে। না কি ৭১-এর মার্টারশেলের আঘাত থেকে বেঁচে যাওয়া প্রাণ চোখের সামনেই তিলে তিলে শেষ হয়ে যাবে। আমরা সকলে মিলে কি জাতীর এই শ্রেষ্ঠ সন্তানের পাশে দাঁড়াতে পারি না?....
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর