× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মেহেরপুরে দড়ি পেঁচিয়ে চালককে হত্যা, তিনজনের ফাঁসি

বাংলারজমিন

মেহেরপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, বুধবার

মেহেরপুরে চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যা মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম গতকাল দুপুরে জনাকীর্ণ  আদালতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো- আলমগীর হোসেন (২৭), মামুন হোসেন (২২) ও ওয়াসিম (২৩)। একই সাথে অপর দুই আসামী ফিরোজ হোসেন ও কাবলু ইসলামকে তিন বছর করে কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।  
মামলার বিবরণে জানা গেছে, মৃত্যুদ-প্রাপ্ত তিন আসামি ২০১৬ সালের ২৭শে অক্টোবর সন্ধ্যায় ভাড়া যাওয়ার কথা বলে মোবাইল ফোনে মেহেরপুর শহরের হোটেল বাজারের জলিল খাঁর ছেলে ইজি বাইক চালক এনায়েত হোসেনকে ডেকে নেয়। এরপর তারা ইজিবাইক চড়ে টেংরামারি মাঠের বটতলার মোড়ে যায়। সেখানে এনায়েত হোসেনকে ইজিবাইক থেকে নামিয়ে মাঠের মধ্যে নিয়ে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। পরদনি ২৮ অক্টোবর সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর