× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতে হুইস্কি দেবতার মন্দির, ভোগে দেওয়া হয় মদের বোতল

ভারত

কলকাতা প্রতিনিধি
(৫ বছর আগে) অক্টোবর ২৬, ২০১৮, শুক্রবার, ১১:৫৫ পূর্বাহ্ন

এই মন্দিরের দেবতাকে ভোগ হিসেবে ফল-মিষ্টি বা কোনও অন্নভোগ দেওয়া হয় না। ভোগ হিসেবে দেওয়া হয় হুইস্কি বা ওয়াইনের বোতল। এজন্য মন্দিরের সামনে সারি সারি দোকানে প্রকাশ্যেই পাওয়া যায় বিদেশের বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি, রাম ও ওয়াইন। পূণ্যার্থীরা পুজো দিতে যাওয়ার জন্য এখান থেকেই মদ কিনে নেন। পুজোর ডালায় ফুল বেলপাতার সঙ্গে থাকে এক বোতল হুইস্কি বা ওয়াইন রাম। পুরোহিতকে সম্পূর্ণ বোতলটাই দেওয়া হয় ভোগ হিসাবে দেওয়ার জন্য। একটা থালায় বেশ খানিকটা ঢেলে নেন তিনি। তারপর সেই হুইস্কি, রাম বা ওয়াইন দেবতার মুখে ঠেকিয়ে পুজো করেন।
মন্দিরে আসা ভক্তদেরও প্রসাদ হিসেবে মদের বোতল দেওয়া হয়। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে রয়েছে এই মন্দিরটি। আসলে এটি কাল ভৈরবের মন্দির হলেও স্থানীয় মানুষের কাছে এটি হুইস্কি দেবতার মন্দির বলেই পরিচিত। প্রাচীন স্কন্দ পুরাণে এই কাল ভৈরবের অর্চনার কথা রয়েছে। পুরোনো একটি মন্দিরের উপর বর্তমান মন্দিরটি তৈরি। অনুমান, বর্তমান মন্দিরটি ৯ থেকে ১৩ শতকের মধ্যেই তৈরি হয়েছে। রাজা ভদ্রসেন এই মন্দির নির্মাণ করেছিলেন। প্রাচীনকালে  তন্ত্র সাধকরা মদ, মাংস দিয়ে কাল ভৈরবের অর্চনা করতেন। বর্তমান মন্দিরের গঠনশৈলীতে মারাঠি স্থাপত্যের প্রভাব রয়েছে। মারাঠি জেনারেল মহাদোজি শিন্ডে তাঁর পাগড়ি উৎসর্গ করেছিলেন দেবতাকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর