× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

জাতিসংঘের অগ্রাধিকার স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন

প্রথম পাতা

মানবজমিন ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, রবিবার

বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে অবহিত জাতিসংঘ। এমন পরিস্থিতির ওপর নজরদারি রয়েছে তাদের। শুক্রবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর  উপ-মুখপাত্র ফারহান হক। তিনি বলেন, আমাদের অগ্রাধিকার হলো বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন। তাই আমরা বাংলাদেশের এসব ব্যবস্থাপনা নিয়ে অব্যাহতভাবে ‘স্টাডি’ করছি। লক্ষ্য রাখছি এসব অগ্রাধিকার সমুন্নত রাখা হচ্ছে কি না। আমরা এ বিষয়টিই দেখতে চাই। মনে করছি, এটা উপযুক্ত সময়ে হতে পারে।

 ব্রিফিংয়ে তাকে একজন সাংবাদিক বাংলাদেশ প্রেক্ষিত নিয়ে প্রশ্ন করেন।
প্রশ্নটি ছিল এমন- ধন্যবাদ ফারহান আপনাকে। বাংলাদেশ বিষয়ে মন্তব্য। বড়দিনের সামান্য আগে ২৩শে ডিসেম্বর আগামী নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ক্ষমতাসীন সরকারের সঙ্গে সংলাপে রয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলো। কিন্তু কোনো উপসংহারে পৌঁছা যায়নি অথবা বিরোধীদের কোনো দাবি মেনে নেয়া হয়নি। এমন পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী শিডিউল ঘোষণা করে দিয়েছেন। প্রধান বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া এখনও জেলে। এরই মধ্যে একপেশে নির্বাচনী শিডিউলের বিরোধিতা করেছে বিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সমাজের গ্রুপগুলো। নির্বাচনের তারিখ ঘোষণার আগে তারা সবার জন্য সমান ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে জাতিসংঘের অবস্থান কী? মহাসচিব কি এ বিষয়ে জানেন? কারণ, জাতিসংঘ যেকোনো উপায়ে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের তাগিদ দিয়ে আসছে- তার এ প্রশ্নের জবাবে ফারহান হক ওই মন্তব্য করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর