× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দিল্লিতেও আসামের মত নাগরিকপঞ্জী চালুর দাবি বিজেপির

ভারত

কলকাতা প্রতিনিধি
(৫ বছর আগে) নভেম্বর ১১, ২০১৮, রবিবার, ৩:১০ পূর্বাহ্ন

ভারতের রাজধানী দিল্লিতেও আসামের মত নাগরিকপঞ্জী (এনআরসি) চালুর দাবি জানিয়েছেন বিজেপির দিল্লি রাজ্য কমিটির সভাপতি ও সাংসদ মনোজ তিওয়ারি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে তিনি চিঠি লিখে দিল্লিতে অবৈধ বাংলাদেশি অভিবাসী নিয়ে ক্ষোভ জানিয়েছেন। আর তাই রাজধানীর নিরাপত্তার অজুহাত দেখিয়ে বিজেপির রাজ্য সভাপতি বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। দিল্লির এই সাংসদ মনে করেন, দিল্লির বিভিন্ন এলাকায় অবৈধ বাংলাদেশি অভিবাসীতে ভর্তি। সাংসদ তিওয়ারি বলেছেন, দিল্লির ওখলা এবং রান নির্বাচনী কেন্দ্র উত্তর-পূর্ব দিল্লিতে কয়েক লক্ষ বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছে। আর তাই রাজধানীতে বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য আসামের মত নাগরিকপঞ্জী কার্যকর করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। মনোজ তিওয়ারি মনে করেন, দিল্লিবাসীদের নিরাপত্তার জন্যই প্রত্যেক ও প্রতিটি অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিকে সে দেশে ফেরত পাঠানো জরুরি। তার আরও অভিযোগ, এই অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরাই মাদক চোরাচালানসহ নানা অবৈধ কার্যকলাপে যুক্ত।  স্বরাষ্ট্রমন্ত্রীকে বিজেপির এই রাজ্য সভাপতি জানিয়েছেন যে, দিল্লির ওখালা, সিলামপুর, জাফরাবাদ, মুস্তাফাবাদের মত এলাকায় লক্ষ লক্ষ বাংলাদেশি অবৈধভাবে রয়েছেন।
তিওয়ারি বলেছেন, আমি মনে করি, ওখালা থেকেই নাগরিকপঞ্জীর কাজ শুরু করা দরকার। আম আদমী পার্টির বিধায়ক আমানাতুল্লা খানই এদের মদদ দিচ্ছেন। ফলে প্রশাসনিক কর্তারাও ব্যবস্থা নিতে ভয় পাচ্ছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর