× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ভোটে ঐক্যফ্রন্ট, নির্বাচন এক মাস পেছানোর দাবি

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার
১২ নভেম্বর ২০১৮, সোমবার

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। একই সঙ্গে নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়েছেন তারা। সুষ্ঠু নির্বাচনের দাবিতে উত্থাপিত সাত দফা থেকে সরে আসছে না দাবি করে ঐক্যফ্রন্টের তরফে বলা হয়, এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনের তফসিল পিছিয়ে দেয়ার দাবি। আমরা নির্বাচনের বর্তমান তফসিল বাতিল করে এক মাস পিছিয়ে    
 দিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি করছি।

গতকাল দুপুরে প্রায় একই সময়ে আলাদা সংবাদ সম্মেলন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের তরফে এ ঘোষণা আসে। জাতীয় প্রেস ক্লাবে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ফ্রন্টভুক্ত ও বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীরবিক্রম জোটভুক্ত দলের শীর্ষনেতাদের নিয়ে এ ঘোষণা দেন। সেই সঙ্গে ২০ দলীয় জোটের ৮ শরিক ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অবহিত করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে।

আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাবে ঐক্যফ্রন্ট
জাতীয় প্রেস ক্লাবে ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার ৭ দফা মেনে নেয়নি।
এ পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেয়া কঠিন। তারপরও আন্দোলনের অংশ হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আন্দোলন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নির্বাচনে অংশ নেয়াও এই আন্দোলনের অংশ।

আমরা সরকার ও নির্বাচন কমিশনের কর্মকাণ্ড প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করছি। নির্বাচনকালীন সময়ে তাদের কর্মকাণ্ডের ব্যাপারে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। লিখিত বক্তব্যে মির্জা আলমগীর বলেন, আজ থেকে ঠিক একমাস আগে সাত দফা দাবি এবং ১১ দফা লক্ষ্যকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। ২০১৪ সালে সংবিধানের গুরুত্বপূর্ণ মৌল চেতনা নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের নিয়মের ব্যত্যয় ঘটিয়ে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের যে মারাত্মক সংকট তৈরি করা হয়েছে সেই পরিস্থিতি থেকে এই দেশকে উদ্ধারের আন্তরিক চেষ্টা করে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। গণতন্ত্রের সংকট সমাধানে জাতীয় ঐক্যফ্রন্ট সব সময় আলাপ-আলোচনা এবং সমঝোতাকে গুরুত্ব দিয়েছে।

সেই লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট সরকারকে চিঠি দিয়ে সংলাপের আহ্বান জানায়। সেই আহ্বানের প্রেক্ষিতে সরকারি দলের আমন্ত্রণে ১লা নভেম্বর এবং ৭ই নভেম্বর গণভবনে সংলাপ হয়েছে। দুঃখজনকভাবে এই সংলাপে সরকারি দলের পক্ষ থেকে বর্তমানের গভীর সংকট থেকে উত্তরণের পথে ন্যূনতম সমঝোতা করার মানসিকতা আমরা দেখতে পাইনি। লিখিত বক্তব্যে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের জন্য যে ৭ দফা দাবি আমরা সরকারের কাছে পেশ করেছিলাম, তার প্রায় সবগুলোই তারা নাকচ করেছেন। এমনকি বর্তমান সংবিধান সংশোধন না করেও যে দাবিগুলো পূরণ করা যায়, তার প্রায় সবগুলোর ব্যাপারে তারা আশ্বাস তো দেনই-নি, উপরন্তু সেগুলোর কয়েকটিকে সংবিধানবহির্ভূত বলে বিভ্রান্তি ছড়িয়েছেন। উভয়পক্ষের মধ্যকার দু’টি সংলাপে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, সভা-সমাবেশ করার উপরে কোনো রকম বিধিনিষেধ থাকবে না। গায়েবি মামলাসহ নানারকম রাজনৈতিক হয়রানিমূলক মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে মুক্তি দেয়া হবে। ভবিষ্যতে এধরনের হয়রানিমূলক মামলা দেয়া হবে না।

প্রধানমন্ত্রীর প্রথম আশ্বাসের অব্যবহিত পরেই আমাদের দুটি জনসভা হয়েছে। একটি ঢাকায়, অন্যটি রাজশাহীতে। এই দুটি জনসভারই লিখিত অনুমতি দিতে দেরি এবং সরকারি মদতপুষ্ট পরিবহন সংকট সৃষ্টি করে মানুষের জনসভায় অংশগ্রহণের পথ রুদ্ধ করা হয়েছে। রাজশাহীতে জনসভা হওয়ার দুদিন আগে ঢাকা থেকে রাজশাহীগামী কোনো বাস ছেড়ে যায়নি। এমনকি রাজশাহীর সঙ্গে আশেপাশের অনেক জেলার বাস যোগাযোগ বন্ধ ছিল। তিনি বলেন, এই দুদিনের জনসভাকে কেন্দ্র করে জাতীয় ঐক্যফ্রন্টের শত শত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। হয়রানিমূলক গ্রেপ্তার বন্ধ করে দেয়া হবে- প্রধানমন্ত্রীর এমন আশ্বাসের পর একদিনে ১২০০’র বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যে দুটি ব্যাপারে সরকারপক্ষ আশ্বাস দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যখন অবিশ্বাস্যরকম বৈপরীত্য দেখা যায়। এমন পরিস্থিতিতে আমাদের এটা ধরে নিতেই হবে সরকার আসলে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ন্যূনতম সমঝোতা করার ক্ষেত্রে আন্তরিক ছিল না।

লিখিত বক্তব্যে বলা হয়, আমাদের দাবিকৃত সাত দফার বিস্তারিত বিচার-বিশ্লেষণের জন্য আরো আলোচনার প্রয়োজন ছিল। সেই উদ্দেশ্যে আমরা দাবি করেছিলাম, উভয়পক্ষের মধ্যে আরো একটি সংলাপ অনুষ্ঠিত হোক। তাই আমরা যৌক্তিকভাবেই চেয়েছিলাম সংলাপ শেষ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন যেন নির্বাচনের তফসিল ঘোষণা না করে। এখানে উল্লেখ্য, আমাদের দ্বিতীয় দফা সংলাপের আগেই নির্বাচন কমিশন জানায়, প্রধান দুই অংশীজন একমত হলে তারা তফসিল পিছিয়ে দেবেন। এরপরও সরকার আমাদের নির্বাচনের তফসিল পেছানোর আহ্বানে সাড়া দেয়নি। নির্বাচন কমিশন স্বাধীনভাবে তার দায়িত্ব পালন না করে সরকারের আজ্ঞাবহ হয়েই থেকেছে। সেটা এই কমিশনের অধীনে হওয়া নির্বাচনগুলো দেখলেই স্পষ্ট হয়।

সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তড়িঘড়ি করে নির্বাচনের তারিখ ঘোষণা করলো। লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত ৯০ দিনের ৩৫ দিন বাকি থাকতেই নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করার পর দেশের নানা স্থানে সরকারি দলের আনন্দ মিছিল প্রমাণ করে নির্বাচন কমিশন আসলে সরকারের চাহিদা মতোই তফসিল ঘোষণা করেছে। অথচ ১৯৯৬ সালে নির্ধারিত ৯০ দিন সময় শেষ হওয়ার ১৩ দিন আগে, ২০০১ সালে ১২ দিন আগে, ২০১৪ সালে ২০ দিন আগে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল। সরকারি দলের তফসিল পেছানোর আহ্বান না জানানো এবং নির্বাচন কমিশনের অতি তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করা আবারো প্রমাণ করে সরকার আসলে আলোচনার মাধ্যমে কোনো সমঝোতা চায়নি।

লিখিত বক্তব্যে বলা হয়, এটা স্পষ্টভাবেই প্রতীয়মান হয়- সরকারের যাবতীয় চেষ্টার উদ্দেশ্য হলো জাতীয় ঐক্যফ্রন্টকে নির্বাচনের বাইরে রেখে ২০১৪ সালের ৫ই জানুয়ারির আদলে আরেকটি নির্বাচন করা। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যাবশ্যকীয় লেভেল প্লেয়িং ফিল্ডের ন্যূনতম শর্তও এখন পর্যন্ত পূরণ হয়নি। নির্বাচনী তফসিল ঘোষণার পরও বিটিভিসহ বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় উন্নয়ন কার্যক্রম নিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরুদ্ধে ড. শামসুল হুদাসহ দেশের প্রায় সকল দল ও জনগণের আপত্তি থাকা সত্ত্বেও সরকার ও নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করেনি। এরকম একটি পরিস্থিতিতে একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তাই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেয়া খুবই কঠিন। ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্যে মির্জা আলমগীর বলেন, এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ৭ দফা দাবি আমরা এর মধ্যে দিয়েছি সেই দাবি থেকে আমরা সরে আসছি না।

এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনের তফসিল পিছিয়ে দেয়ার দাবি। আমরা নির্বাচনের বর্তমান তফসিল বাতিল করে একমাস পিছিয়ে দিয়ে নতুন তফসিল ঘোষণা করার দাবি করছি। সেই ক্ষেত্রেও বর্তমান সংসদের মেয়াদকালেই নির্বাচন করা সম্ভব হবে। এখানে উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে তৎকালীন চারদলীয় জোটের অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে নির্বাচনের তফসিল দু’দফা পিছিয়ে দেয়া হয়েছিল। এইসব দাবি আদায়ের সংগ্রাম জাতীয় ঐক্যফ্রন্ট অব্যাহত রাখবে। সে আন্দোলন সংগ্রামের পথে নির্বাচনে অংশগ্রহণকেও আন্দোলনের অংশ হিসেবেই বিবেচনা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। একটা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনের। নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতির পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্ট কড়া নজর রাখবে সরকার এবং নির্বাচন কমিশনের আচরণের প্রতি। জনগণের দাবি মানা না হলে উদ্ভূত পরিস্থিতির দায়-দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনকেই নিতে হবে। লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৪ সালের ৫ই জানুয়ারির তথাকথিত নির্বাচন মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতাটিও হরণ করেছে। নিশ্চিতভাবে আগামী নির্বাচনটি এই দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন হবে। সেই লক্ষ্যে তার নিজের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করার জন্য ভোটের ময়দানে থাকবে। আমরা বিশ্বাস করি, দশম সংসদ নির্বাচনের পর দেশে গণতন্ত্রের যে গভীর সংকট তৈরি হয়েছে সেই সংকট দূর করে আমাদের ঘোষিত ১১ দফা লক্ষ্যের ভিত্তিতে একটি সুখী, সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে দেশের জনগণ জাতীয় ঐক্যফ্রন্টের পাশে থাকবে।

সংবাদ সম্মেলনে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যরিস্টার জমিরউদ্দিন সরকার, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, ঐক্যফ্রন্টের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচন একমাস পেছানোর দাবি ২০দলের
এদিকে আসন্ন জাতীয় জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়ে নির্বাচন একমাস পেছানোর দাবি জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০দল। এ ছাড়া জোটের শীর্ষ দল বিএনপি সাতটি শরিক দলকে ধানের শীষ প্রতীক ব্যবহারের অনুমতি দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে। গতকাল বেলা সাড়ে ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের শরিক দল এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম এ কথা জানান। তিনি বলেন, জনগণের প্রতি আস্থা আছে বলে আমরা ২০দলীয় জোট প্রতিকূলতার মধ্যেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সরকারের অনাচার, অবিচার, দুর্নীতি ও দুঃশাসনের জবাব দিতে জনগণ প্রস্তুত হয়ে আছে। দলীয় গুণ্ডা-পাণ্ডা এবং দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া ব্যক্তিদের ভয়ে ভীত নয় জনগণ।

তারা জানে, নির্বাচনে পরাজয়ের পর এসব দুর্নীতিবাজ অত্যাচারিদের খুঁজে পাওয়া যাবে না। আমরা দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এ কারণেই এত প্রতিকূলতার মধ্যেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। কর্নেল (অব.) অলি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হবে। আমরা বিশ্বাস করি, সরকারের দুর্নীতি, অনাচার, অত্যাচারসহ রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় সীমাহীন ব্যর্থতার জবাব ব্যালটের মাধ্যমে দেয়ার সুযোগ জনগণকে দেয়া উচিত বলে মনে করি। আর সেই কারণেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। কর্নেল (অব.) অলি বলেন, আমরা দাবি করছি, অনিবার্য জনরোষ থেকে বাঁচার জন্য সরকার দেশনেত্রী খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়ে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে নতুন কোনো সমস্যা সৃষ্টি করবে না। সংসদ ভেঙে দিয়ে লেভেল ফিল্ড নিশ্চিত করবেন।

অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন সরকারের প্রভাবমুক্ত থেকে সাংবিধানিক দায়িত্ব পালন করবে। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে গ্রেপ্তার-হয়রানি করবে না। ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও ২০দলের সমঝোতা হবে বলে আশাপ্রকাশ করেন কর্নেল (অব.) অলি আহমেদ। ২০ দলের সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর অধ্যাপক আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের এমএ রকীব, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, জাতীয় পার্টি (জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির রেদোয়ান আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুর রব ইউসুফী, জাগপার তাসমিয়া প্রধান, এনডিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, পিপিবির রিটা রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।

ধানের শীষ প্রতীক ব্যবহার করবে ৮দল
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, সাবেক সচিব আবদুল বারী ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির গতকাল বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবের কাছে পৌঁছে দেন। চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আটটি দলের যৌথভাবে মনোনীত প্রার্থীরা বিএনপির ধানের শীষ প্রতীক ব্যবহার করবেন। বিএনপি ছাড়া বাকিদলগুলো হচ্ছে- বাংলাদেশ কল্যাণ পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। চিঠিতে আরো বলা হয়, চূড়ান্ত মনোনয়ন সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আসনে যৌথভাবে মনোনীত প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য লিখিতভাবে অবহিত করা হবে।

এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক ছাতা ও জোটবদ্ধভাবে বিএনপি দলীয় প্রতীক ধানের শীষ- উভয় প্রতীকে নির্বাচন করতে চায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার দুপুরে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দলটির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ইসি সচিব হেলালুদ্দিন আহমদের দপ্তরে পৌঁছে দেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর