× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রেমিকাকে পতিতা বললেন প্রেমিক

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) নভেম্বর ১২, ২০১৮, সোমবার, ১২:৩৫ অপরাহ্ন

অতিমাত্রায় মাদক ব্যবহারে মারা গেছেন টিনেজার লেডি বেথ ডগলাস (১৮)। তবে তার প্রেমিক বলছেন, তিনি একজন পতিতা হিসেবে কাজ করতেন। অনলাইনে সেক্স ভিডিওতে অংশ নিয়ে উপার্জন করতেন অর্থ। এমন কি তিনি নিজের আন্ডারওয়্যার অনলাইনে বিক্রি করেছেন ৩০ পাউন্ডে। বেথ ডগলাস হলেন ডেভিড ডগলাসের সর্বকনিষ্ঠতম সন্তান। ডেভিড ডগলাস হলেন বৃটেনের কুইন্সবেরির ১২তম মার্কুয়েস। অনলাইন ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে অতিমাত্রায় হেরোইন প্রয়োগ করার পর মারা যান বেথ ডগলাস। এতদিন পর এসে তার প্রেমিক জেনান কারাগোলি (২১) দাবি করছেন, বেথ ডগলাস ছিলেন একজন পতিতা।
তিনি বলেছেন, বেথ ডগলাসের প্রাপ্ত বয়স্কদের সব রকম কর্মকান্ড, এসকর্ট হিসেবে তার চলাচল সবই আমি জানতাম। কিন্তু আমাকে মুখ বন্ধ রাখতে হয়েছিল। বেথ ডগলাস মারা যান ৭ই মার্চ। এর একদিন আগে তাদের মধ্যে বেথ ডগলাসের যৌন আরচণ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। ওই সময় প্রেমিক কারাগোলিকে একটি ‘পাবে’ অপেক্ষা করতে বলে বেথ ডগলাস নিরুদ্দেশ হয়ে যান ঘন্টার পর ঘন্টা। কারাগোলি বলেন, এভাবে নিখোঁজ হওয়ার পরে এক পর্যায়ে বেথ আমাকে ফোন করতো। বলতে রাতের জন্য একটি হোটেল রুম নিয়েছে সে আমাদের জন্য।

এ পর্যায়ে কারাগোলির তার কাছে জানতে চান, কপর্দকহীন অবস্থায় প্রতি রাতে ২৫০ পাউন্ড ভাড়ার হোটেল রুম কিভাবে ভাড়া করে বেথ ডগলাস। জবাবে বেথ ডগলাস বলেছিলেন, আমি যা চাই তাই করি।
কারাগোলি বলেছেন, কি ঘটছে তার অনেকটাই আমি জানতাম। কিন্তু আমার মনে নানা রকম সংশয় ছিল। আমি তাকে বললাম, তুমি কি করছো আমি জানি। এ নিয়ে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো। আমার কাছ থেকে কিছু লুকিয়ো না। যদি তুমি অর্থের জন্য বেপরোয়া হয়ে থাকো তাহলে তোমাকে আমি সাহায্য করবো। এ ছাড়া বেথ ডগলাস দুই থেকে তিন মাস ধরে বিভিন্ন পুরুষের সঙ্গে ওয়েবক্যামে যৌন কর্মকান্ডে অংশ নিতো। এক পর্যায়ে সে আমার কাছে জানতে চায়, তার আন্ডারওয়্যার অনলাইনে বিক্রি করবে কিনা।
এ ঘটনা নিয়ে মামলা চলমান রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর