× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

পর্নোগ্রাফিকে অপরাধ বলতে চান না ভিভিদ

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) নভেম্বর ১২, ২০১৮, সোমবার, ১২:৫৬ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সিটিতে পর্নোগ্রাফি বন্ধ করার জোর আহ্বান জানিয়ে আসছেন পুরুষরা। তাতে কর্তৃপক্ষও যুক্ত হয়েছে। কিন্তু এমন চেষ্টার বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন সেদেশের একজন পর্নো তারকা। তার নাম কিকি ভিদিস। বলেছেন, পর্নোগ্রাফি কোনো অপরাধ নয়। নারীরা পর্নোগ্রাফি নিয়ে ঈর্ষান্বিত। কারণ তাদের বয়ফ্রেন্ডরা এসব দেখেন বলে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল।
কিকি ভিডিস পর্নো তারকা হিসেবে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় ১১ বছর অভিনয় করছেন। বর্তমানে তিনি কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বের শগর তুউম্বা শহর সফরে রয়েছেন। ওই শহরে কয়েক সপ্তাহ আগে তৃতীয় বর্ষের মতো পর্নো বিরোধী র‌্যালি করেছেন স্থানীয়রা। এর পরেই সেখানে উপস্থিত ভিভিদ। তিনি দ্য ক্রনিকলকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, আমাকে যেসব ইমেইল দেয়া হয় তার মধ্যে শতকরা ৯০ ভাগই ভক্তদের। বাকি ১০ ভাগ হলো ঘৃণা প্রসূত। এসব ইমেইলের বেশির ভাগই আসে পুরুষদের স্ত্রী বা প্রেমিকাদের পক্ষ থেকে।

পর্নো বিরোধী প্রচারণামুলক গ্রুপ সিটি ওমেন। এ গ্রুপটির অন্যতম লেতিতিয়া শেলটন। তিনি বলেছেন, সমাজে ভয়াবহ এক প্রভাব ফেলছে পর্নোগ্রাফি। এটা হিমবাহের মতো এগিয়ে আসছে। আর সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে তরুণ প্রজন্ম। তবে পর্নোগ্রাফিকে কোনো অপরাধ হিসেবে দেখতে রাজি নন ভিভিদ। তিনি একজন নার্স হিসেবে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন ২০০৭ সালে। তারপর তার যাত্রা পর্নো জগতে। এরপর অনেকবার প্লেবয়ের সঙ্গে তার কন্টাক্ট হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর