× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

দোয়ারাবাজারে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

বাংলারজমিন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার

দোয়ারাবাজার উপজেলার বোগলা রোছমত আলী রামসুন্দর স্কুল ও কলেজে এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় ও অধ্যক্ষ অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বোগলা মধ্য বাজারে বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও প্রভাষক আবু বকর ছিদ্দিকের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বোগলা রোছমত আলী রামসুন্দর স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামালের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে শিক্ষা কার্যক্রম এখন স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে তিনি এলাকার অসহায়-গরিব শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে নানাভাবে টাকা আদায় করছেন। প্রতিবছরের মধ্যে এবারও এসএসসি’র ফরম পূরণে সরকারি বিধি অনুযায়ী ১৪৫০ টাকার স্থলে ৩-৪ হাজার টাকা আদায় করছেন। বক্তারা অবিলম্বে দুর্নীতি পরায়ন এই ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবি করে শিক্ষার্থী অভিভাবক সহ এলাকাবাসী আন্দোলনের ডাক দেন।    
বোগলা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সদ্য নির্বাচিত গভর্নিংবডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু, গোলাম কিবরিয়া কবির মাস্টার প্রমুখ। এসময় নির্বাচিত অভিভাবক সদস্যসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর