× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বাঁচতে চায় বিশ্বনাথের ব্লাড ক্যানসার আক্রান্ত স্কুলছাত্র উজ্জ্বল

বাংলারজমিন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার

সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে বিশ্বনাথের স্কুলছাত্র ইমাদ উদ্দিন উজ্জ্বল (১০)। সে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসার আক্রান্ত। উজ্জ্বল উপজেলার দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামের দিনমজুর মাশুক আহমদের পুত্র ও স্থানীয় দশপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
তার পিতা মাশুক আহমদ জানান, তিন পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ উজ্জ্বলের শরীরে প্রায় দেড় বছর আগে দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে। সে সময় থেকেই সাধ্যমত চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তার চিকিৎসা করানোর সাধ্য নেই আমার। ভিটেমাটি ছাড়া আর কোনো সম্বলও নেই। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথসহ সমাজের বিত্তবানরা যদি মানবিক সহযোগিতার হাত প্রসারিত করেন, তাহলে স্বাভাবিক জীবনে ফিরতে পারে আমাদের প্রিয় সন্তান উজ্জ্বল।
অসুস্থ ইমাদ উদ্দিন উজ্জ্বলের সঙ্গে কথা হলে সে জানায়, ‘শারীরিক সমস্যা ও চিকিৎসার কারণে প্রিয় বিদ্যালয়টিতে যাওয়া হচ্ছে না আমার। মিস করছি প্রিয় শিক্ষক ও সহপাঠীদের। সুস্থ হয়ে আবার আমি নিয়মিত স্কুলে যেতে চাই’।  
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত স্কুলছাত্র ইমাদ উদ্দিন উজ্জ্বলের পরিবার তাকে যেকোনো ধরনের সহযোগিতার জন্য ০১৭৯৯৮৬১১৪৮ (মাশুক আহমদ) অথবা ০১৭১২১৩০৯০৫, ০১৭২২৫৯২৫৫২ (ফরিয়াদ আহমদ) এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর