× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজার-২ /কুলাউড়ায় মহাজোটে মনোনয়ন প্রত্যাশীদের ছড়াছড়ি

বাংলারজমিন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে (কুলাউড়া) আওয়ামী লীগ  থেকে ১১ জন, জাতীয় পার্টি থেকে ৩ জন এবং জাসদ ১ জনসহ মহাজোট থেকেই মোট ১৫ জন প্রার্থী সোমবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরই মধ্যে কেউ কেউ ফরম পূরণ করে জমাও দিয়েছেন। জেলার ৪টি আসনের মধ্যে কুলাউড়া থেকে সর্বাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। অপরদিকে, বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে ৩-৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। সব মিলিয়ে ১৭-১৮ জন প্রার্থী এ আসনে মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন। প্রার্থীদের ছড়াছড়ি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা জল্পনা-কল্পনা। সমীকরণ জটিল হওয়ায় শেষতক চূড়ান্তভাবে কারা আসছেন, এ নিয়েও কর্মী-সমর্থকরা রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে।  জানা যায়, এ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, যুগ্ম সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েল ও একেএম সফি আহমদ সলমান, সিলেট বিএমএ সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এড. আতাউর রহমান শামীম, বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম, সাংবাদিক কামাল হাসান। এদিকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনেছেন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী মহিবুল কাদির চৌধুরী পিন্টু, কেন্দ্রীয় জাপার সদস্য এড. মাহবুবুল আলম শামীম ও যুক্তরাজ্য জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল হায়দার রাজু।
এছাড়াও বাংলাদেশ জাসদ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর