× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

নির্বাচনে যাচ্ছে বাম জোট

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার

আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নেবে বাম গণতান্ত্রিক জোট। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হবে। এ বিষয়ে জোটের নবনির্বাচিত প্রধান সমন্বয়কের পক্ষে বাম জোটের মুখপাত্র আবদুল আল-কাফি রতন বলেন, সরকারের সঙ্গে জোটের যে সংলাপ হয়েছে, সেই আশ্বাসগুলোর একটিও প্রধানমন্ত্রী এখনো পূরণ করেননি। সাধারণ মানুষকে আশ্বস্ত করার মতো কোনো রাজনৈতিক পদক্ষেপও গ্রহণ করতে দেখা যায়নি  সরকারকে। উল্টো বিরোধী দলগুলোর কর্মীদের পক্ষে নিত্যনতুন মিথ্যা মামলার হয়রানি, গ্রেপ্তার এখনো চলছে। তাই নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো দেশবাসীর মধ্যে অনেক সংশয় কাজ করছে। আর দেশবাসীর এই সংশয় দূর করতে ও আমাদের আন্দোলনের অংশ হিসাবেই নির্বাচনে অংশগ্রহণ করবো আমরা। তবে, বাম গণতান্ত্রিক জোট  আওয়ামী লীগ বা জাতীয় ঐক্যফ্রন্টের মতো কোনো জোটের সঙ্গে মিলে নির্বাচনে অংশ নেবে না বলে জানান তিনি।

জোটের অন্যতম সমন্বয়ক সাইফুল হক বলেন, আন্দোলনের অংশ হিসাবে আমরা নির্বাচনে অংশ নেব।
কোনো প্রহসনের নির্বাচন হলে, তা বয়কটের ব্যবস্থাও রাখা হবে বলে জানান তিনি। তিনি বলেন, বাম জোটের প্রর্থীরা নির্বাচনী মনোনয়ন জমা দিলেও, তাদের প্রত্যাহার পত্র জোটের কাছে রাখা হবে। তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে বাম জোট অতীতেও রাজপথে ছিল, এখনো আছে। আর বাম জোট নির্বাচনে অংশ নিলে তা এই সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থেই অংশ নেবে। আর নির্বাচন বয়কট করলে তা দেশবাসীর স্বার্থেই হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর