× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নৌকার মনোনয়ন কিনলেন মাসুদ উদ্দিন চৌধুরী

শেষের পাতা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিগত সেনাসমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের অন্যতম কুশীলব  লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শনিবার আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তার বাড়ি সোনাগাজী উপজেলার  মতিগঞ্জ ইউপির সুলাখালী গ্রামে। গত কয়েক মাস ধরে মাসুদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিচ্ছেন জোর গুঞ্জনের মধ্যে তিনি দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন। আসনটির সরকার সমর্থক অনেকে তাকে স্বাগত জানাচ্ছে ।

 লে. জেনারেল (অব.) মাসুদ  ছাড়াও ফেনী-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন আলোচিত-সমালোচিত সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন হাজারীসহ ১৫ জন। ওয়ান-ইলেভেনের পর টানা ছয় বছর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্ব পালন করেন জেনারেল মাসুদ। এরপর অবসরে ঢাকায় এসে একটি পাঁচতারকা মানের রেস্টুরেন্টের ব্যবসা করছেন। ওয়ান-ইলেভেনের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের দুর্নীতি-অনিয়ম দূর করার অভিযানের জন্য গঠন করা ‘গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় কমিটি’র প্রধান সমন্বয়ক ছিলেন মাসুদ উদ্দিন চৌধুুরী।
তখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ হাইপ্রোফাইল রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তিনি কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই। বিএনপির অনেকে তারেক রহমানকে ওয়ান ইলেভেনের সময় গ্রেপ্তারের পর নির্যাতনের জন্য তাকে দায়ী করেন।

জেনারেল (অব.) মাসুদ মানবজমিনকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি নৌকার মনোনয়ন দেন তবে এলাকার মানুষের জন্য কাজ করবেন। মানুষের সেবা করতে চাই। আশাকরি প্রধানমন্ত্রী আমাকে মানুষের সেবা ও কাজ করার সুযোগ দেবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর