× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

স্পাইডারম্যান-এর জনকের প্রস্থান

অনলাইন

অনলাইন ডেস্ক
(৫ বছর আগে) নভেম্বর ১৩, ২০১৮, মঙ্গলবার, ৩:৪৫ পূর্বাহ্ন

মার্কিন কমিক বই লেখক ও ‘মার্ভেল কমিকস’এর সাবেক প্রেসিডেন্ট স্ট্যান লি আর নেই। ‘স্পাইডারম্যান’, ‘এক্স ম্যান’, ‘হাল্ক’, ‘আয়রনম্যান’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’–এর মতো দুনিয়া কাঁপানো সব চরিত্রের অন্যতম স্রষ্টা ৯৫ বছর বয়সে মারা গেছেন।
গতকাল সোমবার স্ট্যান লির আইনজীবীর এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। লস অ্যাঞ্জেলেসের সায়দার-সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া, চোখের সমস্যাসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন তিনি।
১৯২২ সালে নিউইয়র্ক শহরের নিম্নবিত্ত এক ইহুদি পরিবারে জন্ম হয় ‘সৌভাগ্যে’ বিশ্বাস করা লির। রোমানিয়ার অভিবাসী ছিলেন তারা। বাবা জ্যাক লিয়েবার ছিলেন দরজি। পারিবারিক অবস্থাকে পেছনে ফেলে নিজের চেষ্টায় পৃথিবীর সফল ব্যক্তিদের তালিকায় উঠে আসেন লি। টাইমলি পাবলিকেশনসের কমিকস বিভাগে কাজ শুরুর মধ্য দিয়ে যাত্রা শুরু করেন তিনি।
মাত্র ১৮ বছর বয়সে ওই বিভাগের সম্পাদক হন। ওই কোম্পানিই পরে মার্ভেল কমিকসে রূপান্তরিত হয়। ১৯৬০ সাল থেকে ‘মার্বেল কমিকস’ লেখা শুরু করেন স্ট্যান লি৷ কমিকসের প্রচ্ছদ থেকে শুরু করে সবকিছু নিজ হাতে করতেন লি৷ ১৯৭২ সালের পর থেকে তাঁর তৈরি কমিকস নিয়ে টিভি পর্দায় কাজ শুরু হয়। বিপুল জনপ্রিয়তা পান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর