× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

হেলমেটধারী কারা প্রশ্ন রিজভির

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) নভেম্বর ১৪, ২০১৮, বুধবার, ৫:৪৬ পূর্বাহ্ন

আজকের হামলা ওবায়দুল কাদেরদের ষড়যন্ত্র। আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন, এজন্য তারা এ হামলা করছে। বুধবার বিকেলে এসব কথা বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, গত কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের আন্দোলনে ছাত্ররা রাস্তায় নেমেছিল। তখন হেলমেট বাহিনীরা রাস্তার গাড়িতে হামলা করেছিল, আগুন লাগিয়ে দিয়েছিল। আজকেও হেলমেট বাহিনীরা গাড়িতে হামলা করেছে, আগুন লাগিয়ে দিয়েছে। এই হেলমেটধারী কারা? এরাই হচ্ছে সরকারের এজেন্ড। নিজেরা গাড়িতে আগুন চালিয়ে বিএনপির উপর দোষ চাপায়।

তিনি আরও বলেন, প্রথমে এই হেলমেটধারীরা পুলিশের গাড়িতে আগুন জ্বালায়। তারপর গলিতে রাখা সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মীদের গাড়িতে আগুন জ্বালাতে আসে।
তখন বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়।

এই সংঘর্ষের ঘটনায় দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার কার্যক্রম বন্ধ ছিল। সূত্রমতে, এখন পর্যন্ত ৫০ জনের অধিক বিএনপির নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত নেতাকর্মীদের অনেকেই মানবজমিনকে জানান, এই সংঘর্ষের ঘটনায় অনেকেই আজ মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারেননি।

বিএনপির কার্যালয় থেকে জানা যায়, বিকাল ৪টা পর্যন্ত ২৭৭টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং জমা দেওয়া হয়েছে ৩৩৭টি।
আজ যতক্ষণ নেতাকর্মী মনোনয়নপত্র জমা কিংবা সংগ্রহ করতে আসবে ততক্ষণ এ কার্যক্রম চালু থাকবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর