× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

খাসোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড চায় সৌদি আরব

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) নভেম্বর ১৬, ২০১৮, শুক্রবার, ২:৫১ পূর্বাহ্ন

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকান্ড নিয়ে ৫ জনের মৃত্যুদন্ড চেয়েছে দেশটির কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে খাসোগিকে ঔষধ প্রয়োগ ও হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ আনা হয়েছে। এদিকে খাসোগি হত্যা নিয়ে সৌদির সাম্প্রতিক ব্যাখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তুরস্ক। একে অগ্রহনযোগ্য বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। পাশাপাশি আল-জাজিরার খবরে বলা হয়েছে, খাসোগি হত্যার সঙ্গে জরিত থাকার অপরাধে ১৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
রাজধানী রিয়াদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সৌদি আরবের ডেপুটি পাবলিক প্রসিকিউটর শালান আল-শালান বলেন, খাসোগি হত্যার সূত্রপাত হয় ২৯ সেপ্টেম্বর। একজন সাবেক গোয়েন্দা প্রধান খাসোগি হত্যাকারী দলকে তাকে সৌদি আরবে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। যদি তিনি ফিরতে না চান তাহলে জোরপূর্বক ফিরিয়ে আনার নির্দেশও দেয়া হয়।
তবে তাদের কারো নাম নির্দিষ্ট করে জানানো হয়নি। সৌদি ব্যাখ্যার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাসুভলোগু সাংবাদিকদের বলেন, আমি সন্তুষ্ট হওয়ার মতো মন্তব্য খুঁজে পাচ্ছি না। তারা বলছে এই ব্যক্তি বাধা দেওয়ার কারণে খুন হয়েছে অথচ এই হত্যা ছিল পূর্বপরিকল্পিত। আবার তারা বলছে তাকে টুকরো টুকরো করা হয়েছে কিন্তু এটা পূর্ব পরিকল্পনা ছাড়া হতে পারে না। হত্যার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকজন আগেই আনা হয়েছিল আর পরে তাকে টুকরো টুকরো করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর