× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ছুটির দিনে জমজমাট আয়কর মেলা

এক্সক্লুসিভ

অর্থনৈতিক রিপোর্টার
১৭ নভেম্বর ২০১৮, শনিবার

সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় আয়কর মেলায় উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এজন্য রাজস্ব কর্মকর্তা তথা জনবলও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর রিটার্ন জমা, নতুন ই-টিআইএন খোলা কিংবা করসেবা নেয়াসহ সব কাজই চলে ক্লান্তিহীনভাবে। সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ছুটির দিনে অফিসের ব্যস্ততা না থাকায় মেলায় এসে আয়কর সেবা নিচ্ছেন।

গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত আয়কর মেলার চতুর্থ দিনে এমন চিত্র চোখে পড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কেউ দ্রুত রিটার্ন পরিশোধ করতে দিনের প্রথম প্রহরে এসে মেলায় হাজির হয়েছেন। নবমবারের মতো আয়োজিত আয়কর মেলা এবার রাজধানীর অফিসার্স ক্লাবে চলছে।
একই সঙ্গে ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৫১টি জেলা এবং ১৮টি উপজেলাসহ মোট ৭৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন কর অঞ্চলের রিটার্ন গ্রহণ বুথ, হেল্প ডেস্ক, ব্যাংকের বুথ, ই-পেমেন্ট বুথ, ই-টিআইএন বুথসহ সব বুথে করদাতাদের ভিড়। ছুটির দিন হওয়ায় সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অন্য পেশাজীবীদেরও মেলায় আসতে দেখা গেছে।

মতিঝিল থেকে স্ত্রী ও নিজের কর বিবরণী জমা দিতে মেলায় এসেছেন সরকারি কর্মকর্তা হামিদ শেখ। তিনি বলেন, প্রতিদিন অফিস শেষে মেলায় আসার সময় হয় না। ছুটির দিন হওয়ায় বিকালে চলে আসলাম। অন্য বছরের তুলনায় এ বছর মেলায় সেবার মান খুবই ভালো। গত দুই বছর কর সার্কেল, কর বিবরণী, টাকা জমার ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও এবার তা হয়নি।

অবসরপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আলম বলেন, সিনিয়র সিটিজেন হিসেবে কর বিবরণী জমা দিতে এসেছি। সেবার মান ভালো।

আমাদের জন্য পৃথক বুধ রয়েছে। কোনো বাড়তি ভিড় নেই।
ধানমন্ডি থেকে মেলায় আসা স্কুলশিক্ষিকা ইয়াসমিন জানান, প্রতিবছর মেলায় আসেন তিনি। মেলায় পরিবারের পাঁচ সদস্যের কর বিবরণী ও কর জমা দেন তিনি। কর দিতে ভালো লাগে। শুধু কর দেয়া নয়, অন্যান্য সেবা উপভোগ করতেও তিনি মেলায় আসেন।

মেলায় কর সংক্রান্ত সব সেবাই সহজে মিলছে। মাত্র কয়েক মিনিটেই জমা দেয়া যাচ্ছে আয়কর রিটার্ন। ব্যাংক বুথ ছাড়াও ই-পেমেন্টের মাধ্যমে অনলাইনেই জমা দেয়া যাচ্ছে আয়কর। করা যাচ্ছে ই-ফাইলিংও। কর নিবন্ধন (ই-টিআইএন) নিতেও সময় লাগছে খুবই কম। আর বিড়ম্বনা ছাড়া সহজে আয়কর জমা দিতে পেরে সন্তুষ্ট করদাতারা। তাদের চোখেমুখে খুশি আর গর্বের ছাপ।

‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’ স্লোগানে শুরু হওয়া এবারের মেলার প্রতিপাদ্য ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’। মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব ধরনের সেবা মিলছে। মেলার সমন্বয়ক ও এনবিআর সদস্য জিয়া উদ্দিন মাহমুদ বলেন, মেলায় করদাতাদের সেবা নেয়া, নিবন্ধন নেয়া ও রিটার্ন জমা দেয়ার ধারা অব্যাহত রয়েছে। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গেই মিলছে সমাধান।
জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন জানান, তৃতীয় দিনে ২৪৪ কোটি ৮২ লাখ ৬৯ হাজার ৮৩৩ টাকার আয়কর সংগ্রহ হয়েছে। শুক্র ও শনিবার এ আয়ের হার দ্বিগুণ হতে পারে বলে আশাবাদী তিনি। এদিকে আয়কর মেলায় তিন দিনে ১ হাজার কোটি টাকার বেশি কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন প্রায় দুই লাখের মতো করদাতা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর