× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে ভেন্যু করছে শেখ রাসেল

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৭ নভেম্বর ২০১৮, শনিবার

সাত নয়, আট ভেন্যুতে অনুষ্ঠিত হবে আসন্ন প্রিমিয়ার লীগ ফুটবল। সর্বশেষ ভেন্যুর তালিকায় যোগ হয়েছে সিলেট জেলা স্টেডিয়াম। সিলেটকে ভেন্যু করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বাফুফে সভাপতির সঙ্গে সভা করে বিষয়টি নিশ্চিত করেন শেখ রাসেলের দুই কর্মকর্তা ইসমত জামিল আকন্দ লাভলু ও সালেহ জামান সেলিম। স্পন্সর নিয়ে জটিলতা থাকলেও আগামী ৩০শে নভেম্বর লীগ শুরুর কথা বলছে বাফুফের পেশাদার লীগ কমিটি।
নতুন এই আসরে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী, ঢাকা মোহামেডান এবং ব্রাদার্স ইউনিয়ন। গোপালগঞ্জের শেখ কামাল স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এর আগেও গোপালগঞ্জে ভেন্যু করেছিল ক্লাবটি।
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামকে হোম ভেন্যু করেছে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব এবং বিজেএমসি। বরাবরের স্পেস মতো চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামকে হোম ভেন্যু করেছে চট্টগ্রাম আবাহনী। নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামকে বেছে নিয়েছে আরেক নবাগত বসুন্ধরা কিংস। মালদ্বীপের লীগ চ্যম্পিয়ন নিউস্পেস রেডিয়েন্ট বাংলাদেশে এসে সেখানে একটি ফ্রেন্ডলি ম্যাচও খেলেছে। আর ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে ভেন্যু করেছে ঢাকার আরেক জায়ান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই আট ভেন্যুতে ৩০শে নভেম্বর থেকে লীগ শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে খসড়া ফিকচার দেয়া হয়েছে ক্লাবগুলোকে। এটি চূড়ান্ত হলেই মূল ফিকচার প্রকাশ করবে বাফুফে। এবারের লীগের ম্যাচগুলো হবে সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবারে। আয়োজকরা আশা করছে ছুটির দিন হওয়ায় মাঠে দর্শক হবে। বাফুফে লীগ কমিটির সভাপতি আবদুস সালাম মুর্শেদী মনে করেন এবার আট ভেন্যুতে লীগ অনুষ্ঠিত হওয়ায় দর্শকদের আগ্রহ বাড়বে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর