× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সেমিফাইনালে ফেদেরার

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, শনিবার

এটিপি ট্যুর ফাইনালসে নিজের প্রথম ম্যাচেই হার দেখেছিলেন রজার ফেদেরার। এরপরই ফেড এক্সপ্রেসের শেষ দেখছিলেন অনেকে। তবে পরের দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় ফেদেরার। মঙ্গলবার অস্ট্রেলিয়ার ডমিনিক টিয়েমকে হারানোর পর বৃহস্পতিবার কেভিন অ্যান্ডারসনের বিপক্ষেও জয় কুড়ান তিনি। সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি ফেদেরার এদিন ৬-৪ এবং ৬-৩ গেমে হারান দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে। সেই সঙ্গে ১৫ বারেরমতো এটিপি ট্যুর ফাইনালসের সেমিফাইনালে জায়গা করে নেন রেকর্ড ২০টি গ্র্যান্ডস্লাম শিরোপার মালিক ফেদেরার। টানা দুই ম্যাচ জয়ের ফলে গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনালে জায়গা করে নিলেন ফেড এক্সপ্রেস। অনদিকে এ ম্যাচের হারলেও প্রথম দু’টিতে জয় পাওয়ায় সেমিফাইনালে জায়গা নিশ্চিত হয়েছে কেভিন অ্যান্ডারসনের।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ চারে নোভাক জোকোভিচের মুখোমুখি হতে হচ্ছে না ফেদেরারকে। গতকাল আরেক ম্যাচে মারিন চিলিচকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখেন জকোভিচ। গত মাসেই বাসেলে ক্যারিয়ারের ৯৯তম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন রজার ফেদেরার। আর মাত্র একটি ট্রফি জিতলেই শততম শিরোপা উঁচিয়ে ধরার স্বাদ পাবেন তিনি। এটিপি ট্যুর ফাইনালসে ৬ বার শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে ফেদেরারের। এই আসরে সর্বশেষ তিনি শিরোপা জেতেন ২০১১ সালে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর