× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

চোখের জলে ইংল্যান্ডকে বিদায় জানালেন রুনি

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, শনিবার

ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামলেন ওয়েইন মার্ক রুনি। বিদায়ী ম্যাচে গোলের দেখা পাননি এই তারকা ফরোয়ার্ড। তবে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে তার শেষটা রাঙিয়েছেন সতীর্থরা। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ওয়েম্বলিতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে হারায় কোচ গ্যারেথ সাউথগেটের দল। এ নিয়ে ওয়েম্বলিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ৩ ম্যাচেই জয় পেলো ইংল্যান্ড। এদিন ম্যাচের ২৫তম মিনিটে জেসে লিনগার্ড দলকে এগিয়ে নেয়ার দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড। ৫৮তম মিনিটে লিনগার্ডের বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৩ গোল করা ওয়েইন রুনি। ৭৭তম মিনিটে ফ্যাবিয়ান ডেলফের বাড়ানো বলে দারুণ ভলিতে গোল করে ইংল্যান্ডের জয় অনেকটাই নিশ্চিত করে দেন ক্যালাম উইলসন।
জাতীয় দলের হয়ে অভিষেকেই গোল পেলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০০৩ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক হয় রুনির। ২০১৫ সালে ববি চার্লটনকে (৪৯ গোল) পেছনে ফেলে ইংল্যান্ডের ইতিহাসে সর্বাধিক গোলদাতা হন এই ফরোয়ার্ড। এর আগে রুনি সর্বশেষ ইংল্যান্ডের জার্সিতে খেলেছিলেন ২০১৬ সালের নভেম্বরে। ওই ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। ২০১৭ সালে জাতীয় দলকে বিদায় বলে দিলেও চলতি নভেম্বরের শুরুর দিকে ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলার ব্যাপারে সম্মত হন রুনি। মূলত নিজের নামে প্রতিষ্ঠিত চ্যারিটি ফাউন্ডেশনের জন্য তিনি খেলতে রাজি হওয়ায় প্রীতি ম্যাচটির নাম হয়েছিল ‘দ্য ওয়েইন রুনি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল’। পরে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন (এফএ) এই প্রীতি ম্যাচের আয়োজন করে। ম্যাচ শুরুর আগে রুনিকে ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। সেখানে রুনি তার পরিবার নিয়ে উপস্থিত হন। ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা দুই পাশে দাঁড়িয়ে রুনিকে গার্ড অব অনার দেন। ম্যাচশেষে দর্শকদের বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রুনি। ড্রেসিং রুমে গিয়ে তিনি বিদায়ী বক্তব্য রাখেন। সেখানেও কান্নায় ভেঙে পড়েন রুনি। বিদায়ী বক্তব্যে রুনি বলেন, আমি যেমনটা ভেবেছিলাম, ঠিক তেমনভাবেই আমার শেষ ম্যাচটা কাটলো। আমি যখনই পেছনে ফিরে তাকাবো, ইংল্যান্ডের হয়ে আমার সোনালি অতীত সব সময় চোখে ভাসবে। ফুটবল মাঠে এবং মাঠের বাইরে সবাই সব সময় আমাকে সমর্থন জুগিয়ে গেছেন। আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ।

এক নজরে রুনি
নাম: ওয়েইন মার্ক রুনি
জন্ম: ২৪ অক্টোবর, ১৯৮৫
পজিশন: স্ট্রাইকার
জাতীয় দলে অভিষেক: ২০০৩
জাতীয় দলে ম্যাচ: ১২০ (৫৩)
বর্তমান ক্লাব: ডিসি উইনাইটেড (যুক্তরাষ্ট্র)
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর