× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাদ পড়ার শঙ্কায় স্পেন /ক্রোয়েশিয়ার নাটকীয় জয়

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, শনিবার

দু’বার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল স্পেন। তবে শেষ রক্ষা হয়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। শেষ মুহূর্তের গোলে অসাধারণ এক জয় তুলে নেয় ক্রোয়েশিয়া। রাজধানী জাগরেবে বৃহস্পতিবার ইউয়েফা নেশন্স লীগে ‘এ’ লীগে গ্রুপ ৪-এ’র ম্যাচে ৩-২ গোলে জেতে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপরা। এ হারে নেশন্স লীগ থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে স্পেন। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে তারাই। তিনটি করে ম্যাচ খেলা ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার পয়েন্ট সমান ৪ করে। গ্রুপ পর্বে স্পেনের এটাই ছিল শেষ ম্যাচ।
অন্যদিকে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্পেন ক্রোয়েশিয়া। ওই ম্যাচে জয়ী দল যাবে পরবর্তী রাউন্ডে। তবে ম্যাচটি ড্র হলেই স্পেন খেলবে পরবর্তী রাউন্ডে। গত সেপ্টেম্বরে জ্লাতকো দালিচের ক্রোয়েশিয়াকে ঘরের মাঠে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্পেন। এদিন ম্যাচের ৫৪তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন জার্মান ক্লাব হফেনহাইম ফরোয়ার্ড আন্দ্রে ক্রামারিচ। এর দুই মিনিট পর ইসকোর পাসে গোল করে স্পেনকে সমতায় ফেরান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার দানি সেবাইয়োস। ৬২তম মিনিটে ইয়াগো আসপাসের নেয়া শট লাগে ক্রসবারে। ৬৯তম মিনিটে লুকা মদরিচের ক্রসে গোল করে ক্রোয়েশিয়াকে ফের এগিয়ে দেন ডিফেন্ডার টিন ইয়েদভাই। জাতীয় দলের হয়ে এটা তার প্রথম গোল। ৭৮তম মিনিটে অধিনায়ক সার্জিও রামোসের স্পট কিকে ফের সমতায় ফেরে স্পেন। ডি-বক্সে ডিফেন্ডার শিমে ভারসালাইকোর হাতে বল লাগলে পেনাল্টি পায় স্পেন। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে জয়সুচক গোলটি করেন বেয়ার লেভারকুসেনের ডিফেন্ডার ইয়েদভাই। এদিন আরেক ম্যাচে জয় পেয়েছে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম। ‘এ’ লীগের গ্রুপ ২-এ আইসল্যান্ডকে ২-০ গোলে হারায় তারা। তিন ম্যাচে বেলজিয়ামের সংগ্রহ ৯ পয়েন্ট।
গ্রিস ১-০ ফিনল্যান্ড
হাঙ্গেরি ২-০ এস্তোনিয়া
লুক্সেমবার্গ ০-২ বেলারুশ
সান মারিনো ০-১ মলটোভা
বেলজিয়াম ২-০ আইসল্যান্ড
ক্রোয়েশিয়া ৩-২ স্পেন
অস্ট্রিয়া ০-০ বস হেরজে
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর