× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

আন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞরা /দেশে হেড অ্যান্ড নেক ক্যানসার দিন দিন বেড়েই চলছে

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
১৭ নভেম্বর ২০১৮, শনিবার

বাংলাদেশে হেড অ্যান্ড নেক ক্যানসার দিন দিন বেড়ে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। আর এর পিছনে প্রধান কারণ রয়েছে ধূমপান, তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার বেড়ে যাওয়া। এ ছাড়াও ক্যানসারের ওপর মানুষের সচেতনতা কম থাকায় এই ক্যানসারের প্রকোপ বেড়েই চলেছে বলে তারা উল্লেখ করেন। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হেড অ্যান্ড নেক ক্যানসার আন্তর্জাতিক সম্মেলনে তারা এসব কথা বলেন। সম্মেলনে বক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হেড নেক ক্যানসার এখন সারা বিশ্বে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। সারা বিশ্বে ক্যানসারে মৃত্যুহারের এক থেকে দুই শতাংশ রোগী হেড অ্যান্ড নেক ক্যানসারের কারণে হয়ে থাকে। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশে হেড অ্যান্ড নেক ক্যানসারের প্রভাব দিন দিন বেড়ে চলেছে। কিন্তু সে অনুপাতে চিকিৎসক ও যন্ত্রপাতি কম।
তাই এদিকে সকলকে নজর দেয়ার আহ্বান জানান তিনি।

ক্যানসার চিকিৎসায় সরকারের বলিষ্ঠ ভূমিকা এবং সর্বস্তরের জনসাধারণের মধ্যে ক্যানসারের আধুনিক চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন অগ্রগতির কথা তুলে ধরেন মহাপরিচালক। সম্মেলনে মূল বিষয় হলো- ক্যানসার চিকিৎসক বিশেষত তরুণ ক্যানসার চিকিৎসকদের সামনে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন তুলে ধরা যার ফলে এই বিষয়ে তারা আরো বেশি উৎসাহী হতে পারে এবং ক্যানসার মোকাবিলায় আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন। প্রতি দুই বছর অন্তর আয়োজিত এই সম্মেলনের আলোচিত এবং প্রকাশিত বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা হেড অ্যান্ড নেক ক্যানসারের বিপক্ষে একটি শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি ক্যানসার বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান চৌধুরী।

আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের পরিচালক ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন বাংলাদেশ হেড অ্যান্ড নেক সার্জন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিক, অধ্যাপক ডা. এমএ হাই, ডা. মো. সেলিম রেজা প্রমুখ। সম্মেলনে বাংলাদেশসহ ৭টি দেশের (ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি এবং ইন্ডিয়া) চিকিৎসক, ক্যানসার বিশেষজ্ঞ মেডিকেল ফিজিসিস্টসহ প্রায় ৪০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর