× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সংবাদ সম্মেলনে জনপ্রতিনিধিরা / সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন দেয়ার দাবি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৭ নভেম্বর ২০১৮, শনিবার

 সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি দলীয় জনপ্রতিনিধিরা। গতকাল সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এ সময় তারা বলেন- ‘বিগত দিনে সংসদীয় আসন শরিক দলকে ছেড়ে দেয়ায় বিএনপি শুধু ক্ষতিগ্রস্ত হয়নি বরং অস্তিত্ব সংকটে পড়েছে।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলী নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন। সংবাদ সম্মেলনে তিনি বলেন- ‘আমাদের এলাকায় অনেক যোগ্য লোক থাকা সত্ত্বেও প্রতিবারই ভাড়াটে লোক আনা হচ্ছে এবং এরা বিপুল ভোটে পরাজয় স্বীকার করছেন। এবার আন্দোলনের অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সংসদীয় আসন সিলেট-৬ থেকে বিএনপি দলীয় প্রার্থীর ধানের শীষের পক্ষে নিরলস কাজ করতে আমরা অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আসছি। কিন্তু ধারাবাহিকতায় বিএনপি দলীয় প্রার্থী না দিয়ে কায়েমী স্বার্থবাদী দলের কোনো একজনকে সেখানে প্রার্থী করার চেষ্টা করছে অথচ এরাই কিছুদিন আগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ দলের প্রার্থী দিয়েছে।’ সংবাদ সম্মেলনে তিনি বলেন- এলাকার জনগণের স্বার্থে এবং বিএনপিকে রক্ষার জন্য সিলেট-৬ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীকে মনোনয়ন দেয়ার অনুরোধ জানাচ্ছি। এর কোনো ব্যতয় ঘটলে আমরা মনে করি জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলন শুধু বাধাগ্রস্তই হবে না, ক্ষতিগ্রস্ত হয়ে ব্যর্থতায় পর্যবসিত হবে।’ সংবাদ সম্মেলনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিএনপি দলীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর