× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কঙ্গোতে জাতিসংঘের ৮ শান্তিরক্ষী নিহত

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, শনিবার

আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী গেরিলাদের বিরুদ্ধে যৌথ অভিযানের সময় নিহত হয়েছেন জাতিসংঘের আট শান্তিরক্ষী। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন। দেশটির বেনি শহরের কাছে এ সংঘর্ষ হয়েছে। এ খবর নিশ্চিত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ জানিয়েছে, কঙ্গোতে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চলাকালে প্রতিপক্ষের হামলায় নিহত আট শান্তিরক্ষীর একজন তাঞ্জানিয়ার নাগরিক। অপর সাত জন মালাউই’র নাগরিক। এ অভিযানে কঙ্গোর নিরাপত্তা বাহিনীও অংশ নিয়েছিল। গত বছর বিদ্রোহীদের হামলায় কঙ্গোতে ১৫ জন সৈন্য নিহত হওয়ার ঘটনার পর এটিই কঙ্গোতে শান্তিরক্ষীদের সর্বোচ্চ মৃত্যু।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর