× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

পূর্ণিমার স্কুটি প্রশিক্ষক ফেরদৌস

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৮ নভেম্বর ২০১৮, রবিবার

আর কিছুদিন পরই চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমা ‘গাঙচিল’ ছবির কাজ শুরু করবেন। তবে তার আগে পূর্ণিমাকে স্কুটি চালানো শিখতে হবে। চিত্রনায়িকা পূর্ণিমার স্কুটি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ফেরদৌস। ঢাকার ফ্লাইং ক্লাবের পাশের একটি রাস্তায় শুক্রবার বিকালে পূর্ণিমাকে স্কুটি চালানোয় সহযোগিতা করছেন বলে জানান চিত্রনায়ক ফেরদৌস। তিনি বলেন, কাল থেকে একটানা ১০ দিন কাজটি করতে হবে। ‘গাঙচিল’ ছবিতে অভিনয়ের জন্য পূর্ণিমাকে স্কুটি চালানো জানতে হবে। ছবির শুটিং শুরুর আগে সহশিল্পী পূর্ণিমাকে চরিত্রের উপযোগী করে তোলার কাজে সহযোগিতা করছি। আগামী ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।
ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমা এনজিওকর্মী আর ফেরদৌস সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ‘গাঙচিল’ ছবিটি। নির্মাতা নেয়ামূল জানান, নোয়াখালীর চরাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট, হাসি-আনন্দের গল্প এই সিনেমায় দেখা যাবে। পূর্ণিমার চরিত্রটিকে বাস্তবসম্মত করে ফুটিয়ে তুলতে স্কুটি চালানো শেখা দরকার। তাই আমরা বাস্তবসম্মত করার জন্য তাকে স্কুটি চালাতে শিখতে অনুরোধ করেছি। তিনিও সানন্দে রাজি হয়েছেন। ফেরদৌস ভাইও দারুণ সহযোগিতা করছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর