× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আদমদীঘিতে মাদক ব্যবসায়ী খুন

বাংলারজমিন

বগুড়া প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৮, রবিবার

শুক্রবার রাতে আদমদীঘি উপজেলার পল্লীতে নজরুল ইসলাম (৫৫) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নিহত নজরুল ইসলাম উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মন্দিরপুকুর গ্রামের সাখিন আলী সরদারের ছেলে। জানা গেছে, সে শুক্রবার সন্ধ্যায় ছেলে নাজমুল ইসলাম (১৯)কে সঙ্গে নিয়ে চাঁপাপুর বাজারে যায়। প্রয়োজনীয় সামগ্রী কিনে দিয়ে পরে আসছি বলে ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেয়। যথাসময়ে বাড়িতে না ফেরায় পরিবার পরিজন গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করে। কিন্তু খোঁজ মেলেনি। গতকাল সকাল ১০টার বাড়ির পাশে ধান ক্ষেতে কৃষকরা নজরুলের জবাই করা লাশ দেখে বাড়িতে এবং পুলিশে খবর দেয়। গতকাল দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নজরুল ইসলাম মাদক ব্যবসা ছাড়াও খাস পুকুর ইজারা নিয়ে মাছ চাষ ও ব্যবসা করতো। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক সংক্রান্ত দুই মামলা রয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্য মনিরুল ইসলাম বলেন, এই দুই ব্যবসা বিশেষ করে মাদক ব্যবসার বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ দাবি করেছে সে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। দিন ১৫ আগে সে মাদক মামলায় জামিনে বের হয়ে আসে। এ রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত এ ঘটনায় কোনো আটক বা গ্রেপ্তার নেই। থানায় কোনো মামলা হয়নি। তবে, নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর রহমান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর