× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ফেডারেশন কাপ ফুটবল / ৬৩ গোলের ৪৬টিই বিদেশিদের

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ নভেম্বর ২০১৮, রবিবার

আাগামীকাল সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে নবাগত বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র। সেমিফাইনালের আগ পর্যন্ত চলমান ফেডারেশন কাপে ৬৩ গোল হয়েছে। এর মধ্যে ৪৬ গোলই করেছেন ১৭ বিদেশি ফুটবলার। বাকি ১৭ গোল করেছেন ১৫ জন দেশি ফুটবলার। ২৭শে অক্টোবর থেকে শুরু হওয়া ফেডারেশন কাপের ১৩টি দল অংশ নেয় চারটি গ্রুপে ভাগ হয়ে। মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত। এরমধ্যে মোট গোল সংখ্যা ৬৩টি।
বিশ্বকাপে খেলা বসুন্ধরা কিংসের চমক কোস্টারিকার ড্যানিয়েল কলিনন্দ্রেস চার গোল করে আছেন শীর্ষ গোলদাতার তালিকায় সবার ওপরে। ম্যাচ প্রতি তিন গোলের বেশি হলেও দেশি ফুটবলাররা হতাশ করলেন এবারও। শীর্ষ পাঁচ স্কোরারের তালিকায় নেই বাংলাদেশি কারো নাম। মার্কোস ভিনিসিয়াস, ল্যান্ডিং ডর্বে, ডেনিশ বোলশাকোভ ও ওতাবেক ভালিজোনোভ আসরে সমান তিন গোল পেয়েছেন। দেশি ফুটবলারদের মধ্যে বসুন্ধরা কিংসের মতিন মিয়া ও আরামবাগের শাহরিয়ার বাপ্পি করেন সর্বোচ্চ দুই গোল। এছাড়া ১৩ জন ফুটবলার করেন এক গোল করে। এরমধ্যে জাতীয় দলের শাখাওয়াত রনি, মামুনুল, সবুজ, জাফর ইকবাল অন্যতম। দেশি ফুটবলারদের ১৫ জন স্কোরার মিলে গোল পেয়েছেন মাত্র ১৭টি। অন্যদিকে বাকি ৪৬ গোলই করেন বিদেশি ফুটবলাররা। জাতীয় দলের ফরওয়ার্ড লাইনের দুর্বলতা তুলে ধরার জন্য এই পরিসংখ্যানই যথেষ্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফরওয়ার্ড লাইন নিয়ে আরও বেশি বেশি কাজ করা উচিত। বিশেষ ট্রায়ালের ব্যবস্থা করে খেলোয়াড় বের করা এবং তাদের বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে একজন সালাউদ্দিন কিংবা কিছুদিন আগেরও এমিলি মানের ফরওয়ার্ড খুঁজে বের করা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর