× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ওয়েস্ট ইন্ডিজ-বিসিবি প্রস্তুতি ম্যাচ শুরু আজ

খেলা

চট্টগ্রাম প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৮, রবিবার

মূল লড়াইয়ের আগে আজ বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। চট্টগ্রামে দুইদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের দিকে নজর থাকবে নির্বাচকদের। এতে বড় পরীক্ষা পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলামের। প্রস্তুতি ম্যাচে ভালো করলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে যুক্ত হতে পারেন তাদের যে কেউ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হচ্ছে প্রস্তুতি ম্যাচটি। খেলা শুরু সকাল সাড়ে ৯টায়। টেস্ট দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন ও নাঈম হাসানের জন্যও নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ।
প্রস্তুতি ম্যাচে অংশ নিতে গতকাল চট্টগ্রামে পৌঁছেছে বিসিবি একাদশ। পেসার রুবেল হোসেনের নেতৃত্বে বিসিবি একাদশ চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সোজা গিয়ে ওঠে হোটেল রেডিসন ব্লুতে।
প্রস্তুতি ম্যাচের আগে চট্টগ্রামে  অনুশীলন করতে পারেনি বিসিবি দল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দল গত শুক্রবার তিন ঘন্টারও বেশি সময় অনুশীলনে ঘাম ঝরায়। তবে গতকাল অনুশীলন করেনি ওয়েস্ট ইন্ডিজ দল।
দুই ভাগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা বাংলাদেশের মাটিতে পা রেখেছে। গত বুধবার দলের ১০ সদস্য ঢাকায় পৌঁছেন। এরপর চলে যান চট্টগ্রামে। বৃহস্পতিবার বাকি ১৭ সদস্য চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেন। গত দুইদিন চট্টগ্রামে অনুশীলনে ঘাম ঝরান সফরকারী ক্যারিবীয়রা। এবার ঢাকায় পৌঁছার আগেই বড় ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকে ছাড়াই খেলতে হবে তাদের। সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজে খেলাকালে ইনজুরি নিয়ে বাংলাদেশ সফর থেকে ছিটকে পড়েন  পেস অলরাউন্ডার জেসন হোল্ডার। সহ-অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব দেবেন। আর শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, কেমো পলদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং আক্রমণটা বরাবরের মতো ভয়ংকরই। বাংলাদেশের মাটিতে খেলাটা নিশ্চয় উপভোগ করবেন ক্যারিবীয় স্পিনার দেবেন্দ্র বিশু, শিমরন হেটমায়াররাও।
আগামী ২২-২৬ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ৩০ নভেম্বর-৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট মিরপুর স্টেডিয়ামে। এরপর ৯ ও ১১ ডিসেম্বর দুটি ওয়ানডে মিরপুরে এবং ১৪ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে সিলেট স্টেডিয়ামে। টি-২০ সিরিজ শুরু ১৭ ডিসেম্বর সিলেটে। শেষ দুটি ওয়ানডে ২০ ও ২২ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে। ২৩ ডিসেম্বর সফরকারীরা দেশে ফিরে যাবেন।
বিসিবি একাদশ
রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, ইবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিঠুন ও রিশাদ আহমেদ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর