× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মাইলফলকের দিনে ব্রাজিলকে জেতালেন নেইমার

খেলা

স্পোটস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৮, রবিবার

ব্রাজিলের জার্সি গায়ে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন নেইমার। আর এমন দিনেই তার একমাত্র গোলে উরুগুয়েকে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিলো ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার প্রীতি ম্যাচটি ১-০ গোলে জেতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে ৬৪ ভাগ বল নিজেদের পায়ে রাখে ব্রাজিল। আর প্রতিপক্ষের গোলপোস্টে ১২টি শট নেয় তারা। এদিন উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমে ব্রাজিলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা সেরা দশে নাম লেখালেন নেইমার। এই ম্যাচে মাঠে নেমে তিনি পেছনে ফেলেন ব্রাজিলের প্রথম দু’টি বিশ্বকাপজয়ী গোলরক্ষক গিলমারকে। দেশের হয়ে গিলমার ৯৪ ম্যাচ খেলেছেন।
নেইমারের হলো ৯৫। তার সামনে রয়েছেন রোনালদিনহো (৯৭), রোনাল্ডো ডি লিমা (৯৮), দালমা সান্তোস (৯৮), রবিনহো (১০০), ক্লদিও তাফারেল (১০১), লুসিও (১০৫), দানি আলভেজ (১০৭), রবার্তো কার্লোস (১২৫) ও সবার শীর্ষে থাকা কাফু (১৪২)। শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৭৬তম মিনিটে স্পট কিকে দলের জয়সূচক একমাত্র গোলটি করেন নেইমার। প্রতিপক্ষের ডি-বক্সে দানিলো বাজে ট্যাকলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। জাতীয় দলের হয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে দামি এই খেলোয়াড়ের এটি ৬০তম গোল। ব্রাজিলের হয়ে তৃতীয় সর্বাধিক গোলদাতার কৃতিত্ব নেইমারের। আর দুই গোল করলেই তিনি টপকে যাবেন রোনাল্ডো ডি লিমাকে। আর ১৮ গোল করলে কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে নেইমারই হবেন ব্রাজিলের ইতিহাসের সর্বাধিক গোলদাতা। রাশিয়া বিশ্বকাপের পর টানা পাঁচ জয়ের পাশাপাশি ম্যাচগুলোতে নিজেদের জালও অক্ষত রাখলো ব্রাজিল। এই সময়ে প্রতিপক্ষের জালে মোট ১১ বার বল পাঠিয়েছে তারা। আগের চার ম্যাচে যুক্তরাষ্ট্র, এল সালভাদর, সৌদি আরব ও এবং সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় নেইমাররা। উরুগুয়ের বিপক্ষে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি ফিলিপ্পে কুটিনহো, কাসেমিরো ও মার্সেলোর মতো তারকা ফুটবলাররা। দলের তারকা খেলোয়াড়দের ছাড়া এমন জয়ে ব্রাজিল কোচ লিওনার্দো বাচ্চি তিতে বলেন, দলের অধিকাংশ খেলোয়াড়ই চোটের কারণে এ ম্যাচে মাঠে নামতে পারেনি। তারপরও দল সেরা পারফর্ম করেছে। দলের এমন জয়ে আমি খুব খুশি। এদিকে টানা দুই জয়ের পর টানা দুই ম্যাচে হার দেখলো উরুগুয়ে। সবশেষ প্রীতি ম্যাচে জাপানের মাঠে ৪-৩ গোলে হার দেখে সুয়ারেজ-কাভানিরা। এ নিয়ে শেষ ১০ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয়ের দেখা পেলো না উরুগুয়ে। গতবছর বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ দেখায় উরুগুয়ের মাঠে ৪-১ গোলের জয় পায় ব্রাজিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর