× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

অবনমনের লজ্জায় জার্মানি / ১৫ ম্যাচ পর হার ফ্রান্সের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৮, রবিবার

টানা ১৫ ম্যাচ জয়ের পর হার দেখলো বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। শুক্রবার ইউয়েফা নেশন্স লীগে ফ্রান্সকে নিজেদের মাঠে ‘এ’ লীগে গ্রুপ-১ এর ম্যাচটি ২-০ গোলে জেতে নেদারল্যান্ডস। ডাচ্‌দের এ জয়ে আসরের ‘বি’ লীগে অবনমন হলো জার্মানির। তাই আগামী নেশন্স লীগে ইউরোপের দ্বিতীয় সারির দলগুলোর সঙ্গে লীগ ‘বি’তে খেলবে কোচ জোয়াকিম লো’র দল। চলতি আসরে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। আর ডাচ্‌দের এই জয়ে ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মানি। আগামী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেও কোনো কাজে আসবে না জার্মানদের।
ফ্রান্স-নেদারল্যান্ডস ম্যাচ ড্র হলেই তাদের সুযোগ ছিল পরবর্তী রাউন্ডে যাওয়ার। চলতি আসরে এ পর্যন্ত তিন ম্যাচ খেলে জিততে পারেনি জার্মানি। এক ড্র আর বাকি দু’টিতে হার। এ বছরের পারফরমেন্স বিবেচনা করলে ১২ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছে জার্মানি। শুক্রবার প্রথমার্ধে জর্জিনহো ভাইনালডাম নেদারল্যান্ডসকে এগিয়ে নেয়ার পর ম্যাচের যোগ করা সময়ে স্পট কিকে দলের দ্বিতীয় গোলটি করেন মেমফিস দিপাই। গ্রুপ পর্বে প্রথম লেগে ফ্রান্সের মাঠে ২-১ গোলে হেরেছিল রাশিয়া বিশ্বকাপের বাছাই পেরুতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ডস। ২০০৮ সালের ইউরোতে ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর টানা শেষ পাঁচ ম্যাচ ফরাসিদের কাছে হেরেছিল ডাচ্‌রা। শুক্রবার ম্যাচের ৪৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় নেদারল্যান্ডস। রায়ান বাবেলের শট হুগো লরিস ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল পেয়ে গোল করেন ২৮ বছর বয়সী মিডফিল্ডার ভাইনালডাম। ম্যাচের যোগ করা সময়ে মেমফিস দিপাই পেনাল্টিতে গোল জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের। প্রতিপক্ষের ডি-বক্সে ডি জংকে সিসোকো বাজে ট্যাকলের শিকার হলে পেনাল্টি পায় ডাচ্‌রা। ইউয়েফা নেশন্স লীগে দিনের অন্য ম্যাচে ডেনমার্ক ২-১ গোলে ওয়েলসকে, স্লোভাকিয়া ৪-১ গোলে ইউক্রেনকে এবং আর্মেনিয়া ৬-২ গোলে হারিয়েছে জিব্রাল্টারকে। বুলগেরিয়া ১-১ গোলে সাইপ্রাসের সঙ্গে এবং একইভাবে নরওয়ে-স্লোভেনিয়ার সঙ্গে ড্র করেছে।
নেদারল্যান্ডস ২-০ ফ্রান্স
সাইপ্রাস ১-১ বুলগেরিয়া
স্লোভেনিয়া ১-১ নরওয়ে
জিব্রাল্টার ২-৬ আর্মেনিয়া
লিখটেনস্টেইন ০-২ মেসিডোনিয়া
স্লোভাকিয়া ৪-১ ইউক্রেন
ওয়েলস ১-৩ ডেনমার্ক
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর