× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শাহজালালে এক টন খাত জব্দ

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৮ নভেম্বর ২০১৮, রবিবার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ইউনিটের অভ্যন্তর থেকে এক টন ইথিওপিয়ান গাঁজা বা খাত জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিম টিম এবং জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর সহযোগিতায় গতকাল এই খাত জব্দ করা হয়। শুক্রবার রাত সাড়ে ৮টায় ভারত থেকে এয়ার ইন্ডিয়ায় (ফ্লাইট নং এআই ২৩০) করে আসা ৪৯টি সন্দেহজনক কার্টনকে আটক করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে গতকাল দুপুরে সেই কার্টন খোলা হলে এর ভেতরে গ্রিন- টি মতো কিছু দেখা যায়। প্রাথমিক পরীক্ষায় সেগুলো ইথিওপিয়ান গাঁজা বা খাত বলে ধরা পড়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারা জানিয়েছেন, ৪৯টি কার্টনে মোট ৮৬৮ কেজি খাত পাওয়া গেছে। যা আমদানি করেছেন এশা এন্টারপ্রাইজ। এটি  পানির সঙ্গে মিশিয়ে তরল করে সেবন করা হয়।
সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে। যাতে  অনেকটা ইয়াবার মতো প্রতিক্রিয়া হয়। এটি বাংলাদেশে আগত নতুন এক ধরনের মাদক। চালানটি আফ্রিকা থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বিভিন্ন সময় জব্দ হওয়া এসব খাতের রপ্তানিকারক হলেন, তেসফায়ে, আদ্দিস আবাবা ও ইথিওপিয়া। এর আগে শাহজালাল বিমানবন্দর থেকে বিভিন্ন সময় আরো ৭টি চালান আটক করা হয়েছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার বলেন, খাতের ব্যবহার বাংলাদেশে নাই। সিন্ডিকেটরা নিরাপদ রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে। বিভিন্ন সময় আমরা অনেককে গ্রেপ্তার করেছি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। খাত যাতে আর আমদানি করতে না পারে সেদিকে আমাদের নজরদারি রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর