× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি বইয়ের মোড়ক উন্মোচন

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) নভেম্বর ১৮, ২০১৮, রবিবার, ৬:৪৭ পূর্বাহ্ন

দীর্ঘ রাজনৈতিক জীবনসহ নানা ঘটনা প্রবাহ নিয়ে বিএনপি চেয়ারপারসন 'বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি' জীবনী গ্রন্থ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থের লেখক সাংবাদিক মাহফুজ উল্লাহ। গ্রন্থটি প্রকাশ করেছে দ্যা ইউনিভার্সেল একাডেমি।

রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইংরেজিতে লেখা ৭৭১ পৃষ্ঠার এই গ্রন্থের মূল্য ধার্য করা হয়েছে দুই হাজার টাকা।

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আসিফ নজরুল, অধ্যাপক লাইলা এন ইসলাম, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত আনোয়ার হাসিম, অবসরপ্রাপ্ত জজ ও কলামিস্ট ইকতেদার আহমেদ, নিউ এইজ স¤পাদক নুরুল কবির প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৪৫ সালের ১৫ই আগস্ট জন্মগ্রহণকারি খালেদা জিয়া চলতি বছরের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ  ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা প্রাপ্ত হয়ে পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর