× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আগামীকাল খাসোগি হত্যাকারীদের নাম জানাবে ট্রাম্প প্রশাসন

বিশ্বজমিন

অনলাইন ডেস্ক
(৫ বছর আগে) নভেম্বর ১৮, ২০১৮, রবিবার, ৭:৫৭ পূর্বাহ্ন

সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকান্ড প্রসঙ্গে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।
আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার বলেন, আগামী দুই এক দিনের মধ্যেই সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যাকা- সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। এমনকি এ প্রতিবেদনে খাসোগিকে কারা হত্যা করেছে সেটাও উল্লেখ করা হবে।

প্রসঙ্গত, গত ২রা অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাসোগি তার আগের বিয়ের তালাকের কাগজপত্র আনতে গেলে সেখান থেকেই নিখোঁজ হন। পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করে যে, সৌদি কনস্যুলেটেই জামাল খাসোগিকে হত্যা করা হয়।

এ ঘটনাতে প্রথমে সৌদি আরব তাদের স¤পৃক্ততার কথা অস্বীকার করলেও আন্তর্জাতিক চাপের ফলে সপ্তাহখানেক পরেই ঘটনার সত্যতা স্বীকার করে।

স্বীকার করার পরে কয়েক বার সৌদি আরব তার দেওয়া বিবৃতি পরিবর্তন করে। প্রথমে তারা ভুলক্রমে খাসোগিকে হত্যা করা হয়েছে বলে দাবি করলেও, আন্তর্জাতিক মহল তা প্রত্যাখ্যান করায় ভিন্ন কথা বলা হয়।
খাসোগি হত্যার ঘটনাকে কেন্দ্র করে সৌদি সরকারের পাঁচ উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আর আটক করা হয় ১৮ জনকে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর