× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ভিয়েতনামের ছবি পেয়েছে স্বর্ণ ব্যাঘ্র

বিনোদন

কলকাতা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৮, রবিবার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন শনিবার উৎসবের জুরিদের বিচারে শ্রেষ্ঠ ছবির পুরস্কার তুলে দেওয়া হয়েছে ভিয়েতনামের পরিচালক অ্যাশ মেফেয়ারের তৈরি ’দ্য থার্ড ওয়াইফ’। নজরুল মঞ্চে আযোজিত এই অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বলিউডের অভিনেত্রী টাবু ও পরিচালক সুজিত সরকার। ভিয়েতনামের পরিচালক মেফেয়ারের হাতে শ্রেষ্ঠ ছবির পুরস্কার হিসেবে ৫১ লক্ষ রুপির চেক ও স্বর্ণ ব্যাঘ্র ট্রফি তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে ’জাজমেন্ট ডে’ ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন মিশরের আবু বাকর শওকি। আর আন্তর্জাতিক বিভাগে জুরিদের বিশেষ পুরস্কার পেয়েছেন চুর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’ ছবিটি। ভারতীয় ভাষার ছবি বিভাগে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়েছে প্রভীণ মোরচ্ছালে তৈরি ‘উইডো অব সাইলেন্স’ ছবিটি। ’সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক হয়েছে অরিজিৎ বিশ্বাস। বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তের তৈরি ‘কেদারা’।
সেরা ভারতীয় তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে ঈশাণী কাঞ্জিলাল দত্তের তৈরি ‘সে চিজ’ ছবিটি। অন্যদিকে সো স্বল্প ধের্ঘ্যরে ছবি বিভাগে সেরার পুরস্কার পেয়েছে গনেশ সেলারের তৈরি ’গোধূল’। সেরা স্বল্পদৈর্ঘ্যরে ছবির পরিচালকের পুরস্কার পেয়েছেন গৌরব মদন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর