× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতের জালে জর্ডানের গোলরক্ষকের অবিশ্বাস্য গোল

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০১৮, সোমবার

ফুটবল মাঠে গোলরক্ষকদের লক্ষ্যভেদের ঘটনা নতুন নয়। রোজারিও চেনি, রেনে হিগুটিয়া, হোসে লুই চিলাভার্টরা ক্যারিয়ারে গোল পেয়েছেন অনেক। তবে এই মুহূর্তে আলোচনায় জর্ডানের গোলরক্ষক আমের শফি। জর্ডান-ভারত প্রীতি ম্যাচের ২৫তম মিনিটের ঘটনা। নিজেদের ডি বক্সের মাথায় ফ্রি-কিক নেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রিত সিং। বল উড়ে আসে প্রতিপক্ষ গোলরক্ষক আমের শফির হাতে। বল গ্রিপে নিয়ে লম্বা ভলি করেন জর্ডানের ফিলিস্তিনি বংশোদ্ভূত গোলরক্ষক শফি। তার লক্ষ্য ছিল ভারতের ডি বক্সে বল ফেলার।
বল পড়লো ভারতের ডি বক্সের সামনেই। গোললাইন ছেড়ে আগেই বের হওয়া গুরপ্রিত ছিলেন নিজেদের ডি বক্সের সামনে। বলটা পড়ার পর লাফিয়ে গুরপ্রিতের মাথার ওপর দিয়ে আশ্রয় নিলো ভারতের জালে। কিছুটা পেছনে গিয়ে ডাইভ দিয়ে শেষ রক্ষার চেষ্টা করেছিলেন গুরপ্রিত। কাজ হয়নি। শুক্রবার জর্ডানের রাজধানী আম্মানে ম্যাচের শুরুতে আলো টানেন গুরপ্রিতই। খেলার দশম মিনিটে পেনাল্টি রুখে দেন ভারতীয় গোলরক্ষক। আমের শফিরটি ফুটবলে সবচেয়ে দূর থেকে পাওয়া গোলের রেকর্ড নয়। ২০১৩তে ইংলিশ প্রিমিয়ার লীগে সাউদাম্পটনের বিপক্ষে ৯১.৯ মিটার দূর থেকে গোল করেন স্টোক সিটির বসনিয়ান গোলরক্ষক আসমির বোগোভিচ। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় ওটাই ফুটবল ইতিহাসে সবচেয়ে দূর থেকে করা গোল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর