× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সেই জার্মানির হাতে ফ্রান্স ও নেদারল্যান্ডসের ভাগ্য

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০১৮, সোমবার

ইউয়েফা নেশন্স লীগে তিন ম্যাচের দুটিতে হেরে ইতিমধ্যে আসরের ‘বি’ লীগে অবনমন হয়েছে জার্মানির। আজ আসরে নিজেদের শেষম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি তারা। আর এই জার্মানির ওপরই নির্ভর করছে ফ্রান্স-নেদারল্যান্ডসের ভাগ্য। চলতি আসরে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মানি। আজ নেদারল্যান্ডস জয় পেলে কোনো হিসাব ছাড়াই সেমিফাইনালের টিকিট কাটবে তারা। জার্মানি জয় পেলে শেষ চারে খেলবে ফ্রান্স।
আর ড্র হলে শীর্ষ দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিতে যাবে নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে চার ম্যাচে প্রতিপক্ষের জালে চার গোল দেয়ার বিপরীতে সমান গোল হজম করেছে ফ্রান্স। অন্যদিকে ডাচরা ৬ গোলের বিপরীতে হজম করে ২ গোল। আগামী নেশন্স লীগে ইউরোপের দ্বিতীয় সারির দলগুলোর সঙ্গে লীগ ‘বি’তে খেলবে কোচ জোয়াকিম লো’র জার্মানি।
আসরে এখন পর্যন্ত চার ম্যাচের দুটিতে জয়, এক ড্র ও এক হার দেখে ফ্রান্স। অন্যদিকে ডাচরা তিন ম্যাচের দুটিতে জয় ও এক ম্যাচে হার দেখে। চলতি আসরে এ পর্যন্ত তিন ম্যাচ খেলে জিততে পারেনি জার্মানি। এক ড্র আর বাকি দুটিতে হার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। এ বছরের পারফরম্যান্স বিবেচনা করলে ১২ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছে জার্মানি। গত মার্চে প্রথম লেগে নিজ মাঠে জার্মানিকে ৩-০ গোলে হারায় নেদারল্যান্ডস।

সর্বশেষ রাশিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে বিশ্রামে ছিলেন জার্মানির তিন তারকা ফুটবলার ম্যাট হুমেলস, টনি ক্রুস ও মার্কো রয়েস। তবে আজকের ম্যাচে তাদের ফেরার সম্ভাবনা রয়েছে। এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ বার মুখোমুখি হয়েছে জার্মানি-নেদারল্যান্ডস। এর মধ্যে জার্মানির ১৫ ম্যাচের বিপরীতে নেদারল্যান্ডস জয় পায় ১১ ম্যাচে। বাকি ১৫ ম্যাচ ড্র হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর